Lionel Messi Programme: মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, পিছনে কে? গেরুয়া পতাকা, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মাঠে কারা? উঠছে প্রশ্ন!
ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী-VIP-রাই, ভালভাবে দেখতেই পেলেন না দর্শকরা, এমনই অভিযোগ উঠল

কলকাতা: বিশ্বকাপজয়ী ফুটবলার লিওলেন মেসির কলকাতা সফর ঘিরে কয়েক মাস আগে থেকেই উন্মাদনায় ফুটছিল তিলোত্তমা। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে একটিবার দেখার জন্য কয়েক হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল সকলে। শনিবার যুবভারতীতে মেসির গাড়ি প্রবেশের পরই 'মেসিম্যানিয়া'র উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। এরপর দর্শকদের একাংশের উদ্দেশে অভিবাদন জানান ফুটবলের রাজপুত্র। কিন্তু হঠাৎ দেখা যায় স্টেডিয়ামের একদিক থেকে বোতল উড়ে আসছে।
উপড়ে ফেলা হল তাঁবু, জ্বলল আগুন। কী করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী-VIP-রাই, ভালভাবে দেখতেই পেলেন না দর্শকরা, এমনই অভিযোগ উঠল। পুলিশের সঙ্গে উত্তপ্ত তর্কাতর্কি দর্শকদের। পরে লাঠিচার্জ। তারকা ফুটবলারের নিরাপত্তা নিয়ে কতটা সজাগ ছিল পুলিশ? উঠছে সেই প্রশ্নও।
এদিকে এরই মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে হাতে গেরুয়া পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান বলে তাণ্ডব একদলের। গ্যালারি থেকে ফেন্সিং টপকে মাঠে ঢুকে তাণ্ডব চালাতে দেখা যায় তাঁদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে বিজেপি মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'যারা ঢিল ছুড়েছে, বোতল ছুড়েছে, তারাও তৃণমূল, অরূপ বিশ্বাসের লোক'।
পুলিশের সামনেই কীভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা? বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কীভাবে ঢুকল জলের বোতল? কীভাবে মাঠে ঢুকল জলের বোতল? কীভাবে বিকোল ১৫গুণ বেশি দামে? পুলিশ কী করছিল? এত বড় গন্ডগোল কেন আটকাতে পারল না পুলিশ? পুলিশ কি প্রস্তুত ছিল না? কী করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? বিশৃঙ্খলার শুরুতেই কেন ব্যবস্থা নিল না পুলিশ? এই প্রশ্ন উঠছে।
এদিকে, অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগে যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত।
এদিন দিনের শুরুতে মেসি-ভক্তদের ভিড়ে সে এক অন্যরকম যুবভারতী। মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে।
কিন্তু, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে মেসিকে অনেকে দেখতেই পারেননি বলে অভিযোগ, ভক্তদের ক্ষোভের সূত্রপাত এখানেই।





















