SBIHM : কোন পড়াশোনায় কী চাকরি? কীভাবে এগোতে হবে ? প্রশ্নের জবাব দিতে সেমিনারের আয়োজন SBIHM-এর
ABP Ananda LIVE: কোন পড়াশোনায় কী চাকরি? কীভাবে এগোতে হবে নিজের লক্ষ্যে? পড়ুয়াদের এমন সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার, সেমিনারের আয়োজন করেছিল সুভাষ চন্দ্র বোস ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজিবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সেমিনার। সেমিনারের পাশাপাশি, কেক মিক্সিং সেরিমনিরও আয়োজন করা হয়।
আরও খবর...
'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত'। 'হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম '। 'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী'। 'ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি'। 'কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়'। 'কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব'। 'এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে'। 'যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে '। 'এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'। এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর।
পর্ণশ্রীতে ভুয়ো কলসেন্টারের হদিশ, গ্রেফতার ৭। পর্ণশ্রীর ব্রাহ্মসমাজ রোডে গ্রেফতার ৭। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে অভিযান। ধৃতদের থেকে উদ্ধার বিপুল পরিমাণে মার্কিন ডলার সহ ৬টি মোবাইল ফোন। বাজেয়াপ্ত ৫টি ল্যাপটপ ও ২টি ওয়াই-ফাই রাউটার। 'আমেরিকার নাগরিকদের থেকে অ্যান্টিভাইরাস দেওয়ার নামে চলত প্রতারণা'। ডিভাইসের রিমোট অ্যাক্সেস নিয়ে চলত এই আর্থিক প্রতারণা: পুলিশ সূত্র।


















