Lionel Messi : 'না জানিয়ে, রাতের অন্ধকারে ঢোকানো হয়েছিল জল, খাবার' ! যুবভারতী বিতর্কে দাবি পুলিশের
Messi Yuba Bharati Krirangan Water Bottle Chaos : জল বা খাবার ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি, দাবি পুলিশ সূত্রে।

কলকাতা: না জানিয়ে ঢোকানো হয়েছিল জল, খাবার, যুবভারতী বিতর্কে দাবি পুলিশের। জল বা খাবার ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি, দাবি পুলিশ সূত্রে। 'পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল, খাবার ঢোকানো হয়েছিল। কার্ড ঝুলিয়ে গ্যালারিতে জল ও খাবার বিক্রি চলছিল', কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়। সকালে নজরে আসে, তখন আর বাধা দেওয়া হয়নি বলে দাবি পুলিশের।কীভাবে জলের বোতল মাঠে ঢুকল, প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষও। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও।
আরও পড়ুন, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল কলকাতা হাইকোর্টে
মেসি-দর্শন ঘিরে বেনজির বিশৃঙ্খলা। গাঁটের কড়ি খরচ করেও প্রিয় তারকাকে এক ঝলকও দেখতে না পাওয়ায় ঘটল ক্ষোভের বিস্ফোরণ!কার্যত মিসাইলের মতো গ্যালারি থেকে উড়ে এল চেয়ার। জলের বোতল! আর এই জলের বোতল ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক! পুলিশ বলছে, আয়োজকরা তাদের জানিয়েছিল স্টেডিয়ামে খাবার বা জল তারা বিক্রি করবে না। জলের বোতল নিয়ে ঢোকার অনুমতি দেয়নি পুলিশও। এদিকে, জল বিক্রেতারা বলছেন তাদের কাছে অনুমতি ছিল। যুবভারতীকাণ্ডে এবার আয়োজক শতদ্রু দত্তের ম্য়ানেজার লালটুকে দাসকে তলব করল পুলিশ। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, কীভাবে স্টেডিয়ামের ভিতর জলের বোতল ঢুকল তা নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, অনুষ্ঠানের দিন সকাল সাতটা কুড়ি মিনিটে যুবভারতীতে ঢোকে বিধাননগর কমিশনারেটের পুলিশ। যে সংস্থার টিকিট স্ক্যান করে ঢোকানোর দায়িত্ব ছিল, সকাল আটটা থেকে তারা কাজ শুরু করেন। এর মধ্য়েই দেখা যায়, মাঠে দর্শক আসার আগে থেকেই স্টেডিয়ামে ভেন্ডাররা ঢুকে গেছে, তাঁদের গলায় আইকার্ড ছিল।এখানেই প্রশ্ন হল কীভাবে এরা ভিতরে ঢুকল? আয়োজকদের কাছে কি সেই বিষয়ে কোনও তথ্য় ছিল না? অন্য়দিকে পুলিশ সূত্রে দাবি, মেসির অনুষ্ঠানের আগের দিন, হায়াত রিজেন্সি হোটেলে লালটু দাসের সঙ্গে মিটিং করেছিল বিধাননগর কমিশনারেট। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল সমস্ত বিধিনিষেধ যদিও পুলিশের দাবি বাস্তবে তা মানা হয়নি।
বিধাননগর পুলিশের নির্দেশের পরও কীভাবে মাঠে জলের বোতল ঢুকল? স্টেডিয়ামের ভিতরে জলের বোতল বিক্রির পিছনে কাদের হাত রয়েছে? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মদত মিটিংয়ে পুলিশ বিধাননগর পুলিশ বলে দিয়েছিল । জলের অনুমতি কে দিল কত টাকায় টেন্ডার কীভাবে ঢুকল আগের দিন বৈঠক করে বলল জলের বোতল নেবেন না। পুলিশি বলছে, তদন্তে জলের বোতল অনুমতি দেয়নি। অর্গানাইজারদের সঙ্গে ১২ তারিখ বৈঠর করে। ভিতরে খাবার নিয়ে যাবে না জানায় আয়োজকরা। ফুড স্টল বসবে না। সেটাই বলে। জলও দেবে না। অন্যান্য খেলার সময় জলের ব্যবস্থা। PHE-র ট্যাপ ওয়াটার থাকবে। এছাড়া র্যাম্পে ২০ লিটার জলের জার রাখা থাকবে। পাশে থাকবে কাগজের গ্লাস। পুলিশ জানতে পেরেছে দেদার বিক্রি হচ্ছে চিপস, কোল্ড ডিঙ্ক, জল বেচছে চড়া দামে।






















