Lok Sabha Election: ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Lok Sabha Election Central Force: ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েকশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আসবে আরও বাহিনী।
রুমা পাল, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) মহাযুদ্ধ শুরু হতে আর বাকি মাত্র কয়েক দিন। তার আগেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন। ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী (CEntral Force), এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফা ভোটের আগেই রাজ্যে থাকছে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এদিন কমিশনের তরফে জানান হয়েছে, প্রথম দফা ভোটের পরেও ৩ কেন্দ্রে থাকবে বাহিনী, ভোট পরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এমনটাই খবর।
ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েকশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আসবে আরও বাহিনী। যদিও এই প্রেক্ষাপটে বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। ৭ দফায় ভোটে বাংলার জন্য ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরের থেকেও বেশি। পাশাপাশি এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সঙ্গেও তুলনা টেনেছে তৃণমূল।
আরও পড়ুন, 'কপ্টারে টাকা-সোনা নিয়ে BJP ঘোরে', সুর চড়ালেন মমতা, কড়া জবাব শুভেন্দুর
বাংলায় যেখানে ৪২টি লোকসভা আসন, সেখানে উত্তরপ্রদেশে প্রায় দ্বিগুণ, ৮০টি কেন্দ্র। বাংলার মতো যোগী রাজ্যেও ৭ দফায় ভোট হবে। তবে তৃণমূলের দাবি, এরাজ্যে যেখানে ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ২২০ কোম্পানি।
এই কেন্দ্রীয় বাহিনীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা এর আগে জানিয়েছিল এ রাজ্যের সরকার। ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে মোতায়েন কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাবে রাজ্য সরকার, জানান হয়েছিল এমনটাই। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানান হয়েছিল, আধা সামরিক বাহিনীর জওয়ান, ভিনরাজ্যের পুলিশ কর্মীরা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মীরাও একই সুবিধা পাবেন। বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও EVM ইঞ্জিনিয়াররাও। রাজ্যের ১৫৩ টি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে