Suvendu on Mamata: 'আগে পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল এখন সেফটিপিন লাগিয়েছে', মমতাকে 'নাট্যকার' কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari on Mamata Banerjee: হলদিয়ার সভা থেকে এদিন শুভেন্দু বলেন, 'কী নাটুকে মুখ্যমন্ত্রী! যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়াই চটি পরত..."
কলকাতা: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের উঠে এল 'চটি' ইস্যু! আজ গোপীবল্লভপুরের সভামঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকা চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিজেই সেই চটিতে সেফটিপিন জুড়ে মঞ্চে উপস্থিত আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলান মমতা। এবার তৃণমূল নেত্রীর এই 'চটি' নিয়ে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
হলদিয়ার সভা থেকে এদিন শুভেন্দু বলেন, 'কী নাটুকে মুখ্যমন্ত্রী! যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়াই চটি পরত, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা উঠিয়ে দেয়। এসব শুনেই বোধহয় আজকে সভায় সেফটিপিন লাগিয়েছে জুতোয় সবার সামনে। উনি বড় নাট্যকার। নন্দীগ্রামে এর নাটক আমি দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছিল। গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। হলদিয়া সে টুপি পরেনি। যতদিন বাঁচবে, কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি' ।
এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনসভায় বক্তব্য রাখার প্রায় শেষ লগ্নে আচমকাই ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর পায়ের চটি। এই দেখে মমতা বলেন, 'ছিঁড়েই তো গেছে। খালি পায়েই চলে যাব না হয়। একটা সেফটিফিন হবে?' তিনি বলেন, 'আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে। সেফটিফিন লাগিয়ে নিচ্ছি। এত হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে। জুতোর কোনও দোষ নেই। জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে'।
আরও পড়ুন, সভামঞ্চে আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর চটি, 'আয়ুর থেকে বেশি হেঁটে ফেলেছে', মন্তব্য মমতার
এদিন আর কী কী বলেছেন শুভেন্দু?
- 'গতকাল আকাশরানী এসেছিলেন, হেলিকপ্টারে করে'
- 'মমতার নাটক নন্দীগ্রামে দেখেছি'
- 'মুখ্যমন্ত্রীর এ কি ভাষা ? ২০১১ সালে ২১ জুলাই দিল্লি থেকে নেমেছিলেন, তার আগে কোথায় ছিল ভাইপো ?'
- 'নন্দীগ্রামে গয়লা-কয়লা পাচারকারী ভাইপো আসবে, তারও উত্তর দেব'
- 'মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে'
- 'মমতা বন্দ্যোপাধ্যায় এসেও নিজের সহকর্মীর নাম বলতে ভুলে গেলেন'
- 'আমার ওপর ক্রোধ, প্রতিহিংসা'
- 'যতদিন বাঁচবে, কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি'
- 'নবান্ন থেকে বিমান বসুকে ফ্রিশফ্রাই খাইয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে