Loksabha Election 2024: 'ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে তিনটি আসনে জয় সম্ভব,' মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বার্তা মমতার
Mamata Banerjee: বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ মমতার।
![Loksabha Election 2024: 'ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে তিনটি আসনে জয় সম্ভব,' মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বার্তা মমতার Loksabha Election 2024 Mamata Banerjee's message at a meeting on Murshidabad district Loksabha Election 2024: 'ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে তিনটি আসনে জয় সম্ভব,' মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বার্তা মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/d1738c79f57584ee42a2b79cfe91cbf1170567358983751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, কলকাতা: মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তিনটি আসনেই জয় সম্ভব। কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪২টি আসনে জয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী। মুর্শিদাবাদ জেলার তৃণমূল সাংসদ, বিধায়ক ও জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছা্ড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ মমতার।
কী বললেন মুখ্যমন্ত্রী?
বিজেপি বিরোধী 'I.N.D.I.A.' জোটের শরিক হলেও, বঙ্গ রাজনীতির এক মেরুতে তৃণমূল থাকলে, ঠিক উল্টো মেরুতে রয়েছে প্রদেশ কংগ্রেস। সূত্রের দাবি, দু-পক্ষের মধ্যে জোট হবে কী না, তা ঠিক হয়ে যাবে দু-একদিনের মধ্যেই। সূত্রের খবর, এই অবস্থায় শুক্রবার, মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নিয়ে বৈঠকে রাজ্যের ৪২ লোকসভা আসনেই জয়ের লক্ষে দলকে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক থাকলেও, এ রাজ্যে বিভিন্ন ইস্যুতে তৃণমূল-কে চড়া সুরে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যিনি বহরমপুরের ৫ বারের সাংসদ। আর শুক্রবার অধীরের জেলা মুর্শিদাবাদের নেতাদের নিয়েই বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বৈঠকে বলেন, মুর্শিদাবাদে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে, ৩টি আসনেই জয় সম্ভব। ঝগড়াঝাটি না করে, জেলা, মহকুমা এবং বুথস্তরের নেতাদের মধ্যে সমন্বয় বাড়ান। এই মুহূর্তে বহরমপুর বাদে, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ - এই দুটি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে। সূত্রের খবর, এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, বহরমপুরে অধীর চৌধুরী একটা বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “কোনও কেউ ফ্যাক্টর নয়। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ৩টি আসনেই জয় সম্ভব।’’
সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত তিরষ্কারের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক। তৃণমূল নেত্রী তাঁকে বলে দেন, “বেফাঁস মন্তব্য করলে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। কথা কম বলুন। বিতর্ক কমান।’’ সূত্রের খবর, এদিনের বৈঠকে মুর্শিদাবাদ জেলার সংগঠন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদে সংগঠন খুবই ভাল। ২২টি বিধানসভার মধ্যে ২০টি আমাদের দখলে। পঞ্চায়েতেও ফলাফল খুব ভাল হয়েছে। ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)