Abhishek Banerjee News : লোকসভা ভোটের আগে অভিষেকের সুপ্রিম-স্বস্তি, এই তারিখ অবধি দিল্লিতে ডাকতে পারবে না ED
Loksabha Election 2024 : জুলাই মাস পর্য়ন্ত অভিষেককে যাতে দিল্লিতে ডেকে পাঠানো না হয় সেজন্য আবেদন করেন সিব্বল। সেই আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট । ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি ( ED )। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কয়লা কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। তার আগে অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
অভিষেকের আবেদন
কয়লা কেলেঙ্কারিতে ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান যে, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হাবরবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কেন্দ্রে আগামী ১ জুন লোকসভা নির্বাচন। সেই কারণ জুলাই মাস পর্য়ন্ত অভিষেককে যাতে দিল্লিতে ডেকে পাঠানো না হয় সেজন্য আবেদন করেন সিব্বল। সেই আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট।
ইডির ডাকে আগেও দিল্লিতে
আদালত জানিয়ে দেন ১০ জুলাইয়ের আগে অভিষেককে দিল্লিতে ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। ২০২১ সাল থেকে একাধিকবার ইডি কয়লাপাচার কাণ্ডে অভিষেককে ডেকে পাঠায় দিল্লিতে। এছা়ড়াও বিভিন্ন সময় এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার নোটিস পাঠায় ইডি। বেশ কয়েকবার ইডির ডাকে দিল্লিতে গিয়েওছেন অভিষেক। ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাঁকে।
প্রতিবারই তৃণমূল অভিযোগ করে এসেছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি। সামনেই লোকসভআ ভোট। এবার যাতে কোনও কারণে অভিষেককে আবার প্রচার থামিয়ে দিল্লি দৌড়তে না হয়, তার জন্যই আদালতে এই আবেদন করা হয়।
গত বিধানসভা ভোটের প্রাক্কালে, কয়লাকাণ্ডের তদন্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও। যাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়। তার কয়েক মাস পরই দিল্লিতে ডাক পড়ে অভিষেকের। তাই সম্ভবত এবার আগেভাগেই আবেদন জানিয়ে রেখেছেন ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ।
গত অক্টোবরে নিয়োগ দুর্নীতি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন তৃণমূলের দিল্লি অভিযানের নেতৃত্বে ছিলেন অভিষেক। তখন তিনি স্পষ্টই জানিয়ে দেন, তিনি ED-র তলবে হাজির হবেন না। উল্টে কেন্দ্রের বিজেপি সরকারকে রীতিমতো চ্য়ালেঞ্জ ছুড়ে দেন তিনি।
আরও পড়ুন :