(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Biplab Mitra : বিজেপির শক্ত ঘাঁটিতে লড়াই তাঁর, এই তৃণমূল প্রার্থীর সম্পত্তির তালিকায় আছে একটি লরিও
Loksabha Election 2024 : নির্বাচন কমিশনে সম্পত্তির যে হলফনামা জমা করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে দামি গাড়ি তো আছেই, আছে একটি লরিও !
কলকাতা :বিজেপি রাজ্য সভাপতির শক্ত জমি বালুরঘাট। সেখানকার সাংসদ তিনি। সেই আসন এবার পুনরুদ্ধার করতে চান তৃণমূলের প্রার্থী রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী। বালুরঘাটে ফের একবার ঘাসফুল ফোটানোর ব্যাপারে আশাবাদীই শুধু নয়, তৃণমূল কংগ্রেস প্রার্থীর দাবি, তিনি জিতবেন লক্ষাধিক ভোটে। রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্রর উপর ভরসা রেখেছন তৃণমূল নেত্রী। ২০২১-এ হরিরামপুর বিধানসভা থেকে জয়ী হয়ে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী হন বিপ্লব মিত্র। বর্তমানে ক্রেতা সুরক্ষা দফতর তাঁর হাতে। একদা পদ্মশিবিরেও নাম লিখিয়েছিলেন বিপ্লব। তবে সে সব পাট চুকিয়েছেন বছর পাঁচেক হল। এবার বিপ্লবের ঘাড়ে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে লড়ার গুরুভার। জমা দিয়েছেন মনোনয়ন। নির্বাচন কমিশনে সম্পত্তির যে হলফনামা জমা করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে দামি গাড়ি তো আছেই, আছে একটি লরিও !
বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর বাবা স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্র। তৃণমূল কংগ্রেস তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বিপ্লব। সামলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব। তিনি মনোনয়নের সঙ্গে সম্পত্তির যে হলফনামা পেশ করেছেন, সেই অনুসারে অন্যান্য অস্থাবর সম্পদের মধ্যে তাঁর একটি লরিও আছে। ৩০ মার্চ পর্যন্ত তাঁর হাতে নগদের পরিমাণ ছিল ৬৫ হাজার টাকা। ১৯৮১ সালে এই লরিটি তিনি ২ লাখ ৬১ হাজার ৬৪ টাকা দিয়ে কিনেছেন। ২০২১-২২ সালে তিনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলেন , তাতে আয় দেখানো ছল ২,৪৮, ৮৩০ টাকা। আর তাঁর স্ত্রী ২০২২ থেকে ২০২৩ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন দেখানোর সময় আয় দেখান ৭,৪৮৯১০ টাকা।
হলফনামায় দেখানো হয়েছে, তিনি দুটি গাড়িরও মালিক। তিনি ঘোষণা করেছেন যে, তাঁর ৫১.৬০ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক আমানত, সোনার অলঙ্কার এবং তিনটি গাড়ি ৷ বিপ্লব মিত্র আরও জানিয়েছেন ৯৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। এছাড়া তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতায় একটি দামি ফ্ল্যাট। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি বাড়ি ৷ তাঁর বিরুদ্ধে কোনও বিচারাধীন ফৌজদারি মামলা নেই। এবং হলফনামা অনুসারে কোনও ফৌজদারি অপরাধের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি৷
বালুরঘাট লোকসভা আসনে এবার তৃণমূলের বিপ্লব মিত্রর লড়াই বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে। বিজেপির হাত থেকে আসন ফেরানো শুধু নয়, দশ বছর আগের জয়ের মার্জিন বাড়াতে চান তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন :
এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?