Madan Mitra : 'মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে...অবসর জীবনে ছোটদের পড়াব'
মদন বলেন, বলেন, 'এসএসকেএমে গিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি '

কলকাতা : মিত্রের অবস্থান বদল। SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র ( Madan Mitra ) । তবে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি। পরে অবশ্য নিজের পাচার মন্তব্য থেকে ফের ১৮০ ডিগ্রি সরে দাঁড়ান তিনি।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে
তিনি আরও বলেন, 'এসএসকেএমে গিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি, আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট'। জল্পনা উস্কে তৃণমূল বিধায়কের গলায় অবসরের কথা । বলেই ফেললেন, 'অবসরের প্রস্তুতি নিচ্ছি, সচিন রিটায়ার করতে পারলে কেন আমি নয়? 'অবসর জীবনে ছোটদের পড়াব'
ফের সরব মদন।
এসএসকেএম নিয়ে মদন ঠিক কী বলেছিলেন
শুক্রবার মাঝরাতে, বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে নিজে ছুটে যান মদন মিত্র। এরপর,
SSKM কর্তৃপক্ষের সঙ্গে শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেনজির সংঘাত তৈরি হয়! খোদ মদন মিত্র এসএসকেএম বয়কটের ডাক দেন।
এরপর, পরিস্থিতি সামাল দিতে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রীর দফতরকে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আহত যুবককে ভর্তি করা হয় কলকাতা মেডিক্য়াল কলেজে। রবিবার, আহত যুবককে দেখতে কলকাতা মেডিক্য়াল কলেজে যান মদন মিত্র। সেখানে গিয়ে শনিবারের বক্তব্যের উল্টো সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, এসএসকেএমে পরিষেবা পেলে মানুষ নিশ্চয় যাবেন, যাঁদের মনে হয়েছে তাঁরা এফআইআর করেছেন। হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার উপস্থিতিতে কেউ আঘাত পেলে আমি দুঃখিত।
সরব হয়েছেন শতাব্দীও
শুধু মদন মিত্র নন, সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ খুলেছেন শতাব্দী। রবিবার গতকাল হাসপাতাল পরিচালন কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায় । ছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৈঠকের পর শতাব্দী রোগী পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন।






















