Madan Mitra: মুক্তি পেল মদন মিত্রকে নিয়ে তৈরি মিউজিক ভিডিও, অভিনয়ে স্বয়ং কামারহাটির বিধায়ক
Madan Mitra Music Video: চয়নিকার কথায়, 'মদন দা'র সঙ্গে তৈরি করা এই গানটা একটা ডান্স নাম্বার। গানের হুক লাইনটা ভীষণ সুন্দর। 'মদন দাদার নেই যে তুলনা'। দিদিকে সামনে রেখে মদন দাকে উদ্দেশ করে গানটা।'
রুমা পাল, কলকাতা: মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে প্রকাশ করা হল একটি মিউজিক ভিডিও (Music Video)। তবে এই ভিডিওয় গান করেননি কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়ক। তার বদলে তিনি অভিনয় করেছেন এই ভিডিওয়।
মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও
কালারফুল মদন মিত্র। এবার তাঁকে নিয়ে প্রকাশিত হল মিউজিক ভিডিও। গানের বিষয়ও তিনি, মিউজিক ভিডিওতে অভিনেতাও তিনি।
ভিডিওর একাধিক শট নজর কাড়বে। কখনও দেখা যাচ্ছে মদন মিত্র একজনের হাত থেকে সিগারেট নিয়ে পেন ধরিয়ে দিলেন, কখনও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ারে বসিয়ে দিলেন। কখনও তিনিই হিন্দু-মুসলমানের মধ্যে মারপিট থামাচ্ছেন।
গত বছর সেপ্টেম্বরে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মিউজিক ভিডিওয় শোনা গিয়েছিল মদন মিত্রর গান। নাম ছিল, 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। তাঁর মুখে ও লাভলিও হিট। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মদন কালারফুল ছেলে!'
তা নিয়েও আবার গান বেধে ফেলেছিলেন মদন মিত্র। এবার মদন মিত্র মিউজিক ভিডিওয় অভিনয় করলেন। আর তাঁকে নিয়ে গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, চয়নিকা। মঙ্গলবার ভবানীপুরে যদুবাবার বাজারের কাছে, তৃণমূলের পার্টি অফিসের বাইরে বড় স্ক্রিন লাগিয়ে দেখানো হল মদন মিত্রর ওপর তৈরি মিউজিক ভিডিও।
View this post on Instagram
কী বললেন 'কালারফুল' মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, 'গানটি দলকে উত্সর্গ করছি।'
চয়নিকার কথায়, 'মদন দা'র সঙ্গে তৈরি করা এই গানটা একটা রিদমিক ডান্স নাম্বার। গানের হুক লাইনটা ভীষণ সুন্দর। 'মদন দাদার নেই যে তুলনা'। দিদিকে সামনে রেখে মদন দাকে উদ্দেশ করে গানটা। '
আরও পড়ুন: Purulia: মাথায় সিঁদুর পরিয়ে বেপাত্তা প্রেমিক, ধর্নায় বসলেন প্রেমিকা
তিনি কখনও গায়ক। আবার কখনও তিনিই নায়ক। মদন মিত্র কালারফুল।