Madhyamik 2023: পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় বিভ্রাট
West Bengal: দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে, লেখা ছিল প্রশ্নপত্রে। তাও কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় (Madhyamik 2023) গ্রাফ পেপার বিভ্রাট। কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে, লেখা ছিল প্রশ্নপত্রে। তাও কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার। 'কেন হয়েছে বুঝতে পারছি না, গ্রাফ না আঁকলেও নম্বর।'অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার-বিভ্রাটে আশ্বাস পর্ষদ (West Bengal Board Of Secondary Education) সভাপতির।
অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার বিভ্রাট: ৪ নম্বর পূর্ণমানের প্রশ্ন, যেখানে লেখা দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। প্রশ্নেও লেখা গ্রাফ আঁকতে হবে। কিন্তু বাস্তবে দেখা গেল পরীক্ষা শুরু পর কোনও গ্রাফ পেপার পরীক্ষা কেন্দ্রে পৌঁছল না। পর্ষদের তরফে পরীক্ষা শুরু আগে একটা বিবৃতি জারি করা হয় সেটা সাদা খাতাতেই করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়, যদি গ্রাফ পেপার নাই দেওয়া হয়, তাহলে কেন প্রশ্নপত্রে উল্লেখ করা হল। গোটা বিষয়টা নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। যদিও পর্ষদ জানিয়েছে, পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
মাধ্যমিকের দ্বিতীয় দিনে, শুক্রবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরুর পর বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ঘিরে জল্পনা তৈরি হয়। ৩ পাতা প্রশ্নের ছবি দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডলে সুকান্ত মজুমদারে লেখেন – “এদিন সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।’’
দুপুর ৩ টের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “এটি কোনও প্রশ্ন ফাঁসের ঘটনাই নয়, পরিকল্পিত অন্তর্ঘাত! পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর সোশাল মিডিয়ায় ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের ৩টি পাতা বেরিয়েছে। প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা শুরুর আগে ১৬ পাতাই বেরোত। ঠিক কোথা থেকে এই অন্তর্ঘাত করা হয়েছে, তার তদন্ত করার জন্য প্রশাসনকে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে ১১টা ৪৫-এ। পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টায়। যখন সোশাল মিডিয়ায় এই ঘটনা ঘটে, তখন সমস্ত পরীক্ষার্থী ও শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছিলেন। সুতরাং পরীক্ষার ওপর এই ঘটনার কোনও প্রভাব নেই। এমন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে কারও প্ররোচনা দেওয়া উচিত নয়।’’
আরও পড়ুন: Partha Chatterjee: ‘মন্ত্রী নিয়োগকর্তা নন’, ফের জামিনের আর্জি পার্থর, বিরোধিতায় CBI






















