Madhyamik Exam 2022: কামড়েছে বিষধর সাপ, হাসপাতালের বিছানাতে বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী
আজ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে চন্দ্রকোনা পলাশচাবড়ি নিগমানন্দ হাই স্কুলের ছাত্র গৌতম ঘোষ। দ্রুত তাকে ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে।
সৌমেন চক্রবর্তী, চন্দ্রকোনা: আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। গত দুটো বছরের করোনা পরিস্থিতির কাঁটা পেরিয়ে অবশেষে চিরাচরিতভাবে অফলাইনেই শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু জীবনের বড় পরীক্ষার প্রথমদিনই হাসপাতালের বিছানায় বসে দিতে হল এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। বিষধর সাপের কামড় খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে বিছানায় বসে পরীক্ষা দেয় সে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় (Chandrakona)।
জানা গিয়েছে, আজ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে চন্দ্রকোনা পলাশচাবড়ি নিগমানন্দ হাই স্কুলের ছাত্র গৌতম ঘোষ। দ্রুত তাকে ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসারত অবস্থাতেই হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দেয় সে।
আরও পড়ুন - Paschim Medinipur News: আকাশপথে নেমে আসছে ক্ষেপণাস্ত্র, বাড়ি ফিরলেও ভুলতে পারছেন না ইউক্রেনফেরত অনন্যা
চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বি এম ও এচ স্বপ্ননীল মিস্ত্রি জানান, রবিবার রাতে কোনও বিষধর সাপ কামড়ে দেয় মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম ঘোষকে। চিকিৎসকরা অনুমান করছেন, বিষধর চন্দ্রবোড়া সাপ কামড়ে থাকতে পারে তাকে। রাতেই এই ছাত্রকে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু অসুস্থতার জন্য জীবনের বড় পরীক্ষা বাদ দিতে চায়নি ওই মাধ্যমিক পরীক্ষার্থী। তাই আজ অসুস্থ শরীর নিয়েই পরীক্ষাকেন্দ্র সে পরীক্ষা দিতে যায়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের সে অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় জিরাট হাইস্কুলের শিক্ষকরা তাকে দ্রুত চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থারও অবনতি হয়। ফের চিকিৎসা শুরু হয়তার। আর চিকিৎসকদের পরামর্শ মেনেই সে হাসপাতালে বিছানায় বসে পরীক্ষা দেয় মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম। ওই ছাত্রের মনের জোর এবং পরীক্ষা দেওয়ার ইচ্ছেকে বাহবা দিচ্ছেন শিক্ষক থেকে চিকিৎসক সকলে।