WB Madhyamik Results 2023: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর
Purba Medinipur Ranks First:প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা
![WB Madhyamik Results 2023: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর Madhyamik Results 2023 Districts As Per Pass Percentage WB Madhyamik Results 2023: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/a8d99c484d44138697a0e537e76245231684474262009482_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের (Madhyamik Result) ফলাফল। জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।
আর যা...
এবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন পড়ুয়া। ১৬টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু'জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ৬ জন যাদের মধ্যে রয়েছে সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ। চতুর্থ স্থানে রয়েছে চার জন যাদের মধ্যে সমাদৃতা সেন, অনীশ বাড়ুই পালের নাম জানা গিয়েছে।
ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এদিন মাধ্য়মিকের ফলপ্রকাশের সময় জানানো হয় যে, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে স্থানাধিকার করেছে। এর মধ্যে পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, মালদা থেকে ১১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৯ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূম থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, নদিয়া থেকে ১ জন ও জলপাইগুড়ি থেকে ১ জন রয়েছে। পর্ষদ আরও জানিয়েছে, এবার প্রথম স্থানে ১ জন, দ্বিতীয় স্থানে ২ জন, তৃতীয় স্থানে ৬ জন, চতুর্থ স্থানে ৪ জন, পঞ্চম স্থানে ৯ জন, ষষ্ঠ স্থানে ১১ জন, সপ্তম স্থানে ১৯ জন, অষ্টম স্থানে ১৫ জন, নবম স্থানে ১৭ জন এবং দশম স্থানে ৩৪ জন রয়েছে।
আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)