Suvendu On Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন শুভেন্দু !
Suvendu Takes Bath At Kumbh: মহাকুম্ভে শুভেন্দু, সারলেন পুণ্যস্নান..

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে। গতকালই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। এবার সোজা মহাকুম্ভেই পৌঁছে গেলেন শুভেন্দু। সারলেন স্নান। ইতিমধ্যেই মহাকুম্ভে স্নান সেরেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষনেতারা। এবার সেই পথে রাজ্যের বিরোধী দলনেতাও।
ধর্ম নিয়ে বঙ্গ রাজনীতিতে তরজা চলছেই। নিউটাউনের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি। সব সংস্কৃতিকে শ্রদ্ধা করি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ,'আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের, খুব ভাল লাগছে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লাইনে এসে গেছেন আপনি। সুন্দর লাইনে এসে গেছেন। বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন। কিন্তু উন্নয়নের কথা দূরে সরিয়ে, এখন বিজেপি-তৃণমূলের মুখে শুধুই ধর্ম! যার সূচনা হয়েছে এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বেনজির ছবিগুলো। কোথাও পুলিশের পাহারায় করতে হয়েছে পুজো।
কোথাও নামাতে হয়েছে RAF. যার প্রতিবাদে গত সোমবার বিধানসভায় সরব হয় বিজেপি। মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেনদু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে শুভেনদু অধিকারীর দিকে। এরপর ৩০ দিনের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। যেহেতু, বিধানসভা থেকে আমাকে অবৈধ ভাবে সাসপেন্ড করা হয়েছে, হিন্দুদের জন্য বলার জন্য। বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার, মোল্লাদের সরকার। এই সরকার, মুসলমানদের সরকার।' শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে আবার বিধানসভায় স্বাধিকারভঙ্গের নোটিস এনেছে সরকারপক্ষ।সেই সঙ্গে সরস্বতী পুজো নিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, ট্যাংরা হত্যাকাণ্ডে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১২টি চাবির গোছা, মেঝেয় নীলরঙা বোতামে রক্ত !
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়! সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে। সব স্কুলে পুজো হয়েছে। সব কলেজে পুজো হয়েছে। সব ক্লাবে পুজো হয়েছে। সব পাড়ায় পুজো হয়েছে। ৩-৪ কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। তারাপীঠের মন্দির, ভোগঘর থেকে শুরু করে, তারাপীঠ উন্নয়ন কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা? এটা আমরা করেছিলাম।'


















