Malda News : প্রলোভন দেখিয়ে অপহরণ ! রহস্যজনকভাবে নিখোঁজ মালদার একই গ্রামের তিন ছাত্রী
Young Girls Missing : মঙ্গলবার তিনজনের পরিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে। ৬টা দিন পেরিয়ে গেলেও, এখনও ঘরে ফেরেনি তিন ছাত্রী !
![Malda News : প্রলোভন দেখিয়ে অপহরণ ! রহস্যজনকভাবে নিখোঁজ মালদার একই গ্রামের তিন ছাত্রী Malda English Bazar 3 girls of same village goes missing creates panic family claimed to recover Malda News : প্রলোভন দেখিয়ে অপহরণ ! রহস্যজনকভাবে নিখোঁজ মালদার একই গ্রামের তিন ছাত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/135aa8d62d664fc4789120acc81907de170275193845752_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা : রহস্যজনকভাবে নিখোঁজ মালদার (Malda) ইংরেজবাজারের একই গ্রামের তিন ছাত্রী। এদের মধ্যে ২ স্কুলে পড়ে। তৃতীয় জন কলেজ পড়ুয়া।
অপহরণের আশঙ্কা করছে নিখোঁজ ছাত্রীদের পরিবার। চিন্তায় ঘুম উড়েছে তাদের। পুলিশের (Police) বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিখোঁজদের পরিবার। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
একই গ্রাম থেকে একই দিনে একসঙ্গে উধাও তিন-তিনজন ছাত্রী। এদের মধ্যে ২ জন স্কুলের পড়ুয়া, তৃতীয় জন কলেজে পড়েন। এ নিয়ে চঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজারে (English Bazar)। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগও। নিখোঁজ ছাত্রীদের পরিবারের দাবি, স্কুল ও কলেজে যাওয়ার নাম করে সোমবার বাড়ি থেকে বেরোয় তিনজন। পরে একই সময়ে তিনজন নিখোঁজ হয়ে যায়।
কোনও প্রলোভন দেখিয়ে ওই তিন ছাত্রীকে অপহরণ করা হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার তিনজনের পরিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে। ৬টা দিন পেরিয়ে গেলেও, এখনও ঘরে ফেরেনি তিন ছাত্রী ! কোথায় গেল, কোনও অঘটন ঘটল কি না, এসব ভেবেই ঘুম উড়েছে পরিবারগুলোর ! নিখোঁজ একর ছাত্রীর আত্মীয় বলেছেন, সোমবার ৯ টার পর মেয়ে কলেজ যাওয়ার কথা বলে বেরোয়। আসার সময় পেরিয়ে যাওয়ার পর মোবাইল সুইচ অফ। পরে শুনি পাড়ার আরও দুটো মেয়ে নেই। অন্য নিখোঁজের আত্মীয়রাও সন্দেহ করচেন বাড়ির মেয়েরা অপহরণের খপ্পড়ে পড়ে গেল কি না ভেবে।
এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পুলিশকে আমরা বারবার বলেছি। আবারও দ্বারস্থ হব। একই গ্রামের তিন ছাত্রীর অন্তর্ধানের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- চেহারা বদলের মজার ট্রেন্ড না ফাঁদ ! স্বেচ্ছায় ব্যক্তিতথ্যের আগল খুলে অজান্তেই ডাকছেন বিপদ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)