Mid Day Meal:'মাস্টার খায় লেগপিস, পড়ুয়ারা পায় ছাঁট মাংস', নিম্নমানের মিড ডে মিল, তালাবন্দি শিক্ষকরা
Malda Mid Day Meal Controversy: নিম্নমানের মিড ডে মিলের কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শান্তিগোপাল মণ্ডল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।
করুণাময় সিংহ, মালদা: নিম্নমানের মিড ডে মিল (Mid Day Meal) দেওয়ার অভিযোগে স্কুলের ভিতর শিক্ষকদের (Teacher) তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা। গতকাল এই ছবি দেখা গেল মালদার (Malda) ইংরেজবাজারের (Englishbazar) অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। ২ ঘণ্টারও বেশি স্কুলে আটকে থাকেন শিক্ষকরা। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশ (Police) গিয়ে তাঁদের উদ্ধার করে।
যদিও নিম্নমানের মিড ডে মিলের কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শান্তিগোপাল মণ্ডল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শিক্ষকরা ভাল মাংসের তরকারি আর সরু চালের ভাত খান। পড়ুয়াদের খাওয়ানো হয় মোটা চালের ভাত আর ছাঁট মাংসের তরকারি। এই অভিযোগে মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলের মধ্যে শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের। চাঞ্চল্য়কর এই অভিযোগ ঘিরে সরগরম মালজার ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনি। ঘটনাস্থল লক্ষ্মীপুর কলোনি এলাকায় অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়। ২ ঘণ্টারও বেশি সকুলে আটকে থাকেন শিক্ষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। তালা খুলে উদ্ধার করেন শিক্ষকদের। অভিভাবকদের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষকের দাবি, মেডিক্যাল টিম পরিদর্শনে আসায় একদিনই তাঁদের জন্য ভাল করে মাংস রান্না হয়েছিল।
আরও পড়ুন, 'প্রধানমন্ত্রী হওয়ার আগে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি', 'আদি মহোৎসব'-এ মন্তব্য মোদির
রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্যে মিলেছে সাপ। কোথাও চালের ড্রামে পাওয়া গেছে মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্যে টিকটিকি মেলার অভিযোগ। ইতিমধ্যেই যদি মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ৮ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।