Malda News: বছর ৭৫-এও ছুটি ছিল না তাঁর, দুর্বল হাতেই সবজি মাপতেন বারবার, কোন 'ভুলে' তাঁকে 'না ফেরার দেশে' পাঠাল বিক্রেতারা ?
Malda 75 years Old Vegetable Seller Killed: হাটে দোকান দেওয়াই কি ভুল ছিল ? বিক্রেতাদের 'মারে' মৃত্যু বছর ৭৫ এর বৃদ্ধার ! বিস্ফোরক অভিযোগ মালদায়

করুণাময় সিংহ, মালদা: হাটে সবজির দোকান দেওয়াকে কেন্দ্র করে বচসায় মৃত্যু বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মালদার রতুয়ার সামসি সাপ্তাহিক হাটে। ঘটনায় মৃতদেহ হেফাজতে নিয়েছে রতুয়ার সামসি ফাঁড়ির পুলিশ।
হাটে দোকান দেওয়াই কি ভুল ছিল বছর ৭৫ এর বৃদ্ধার ?
মৃত ব্যক্তির নাম মুসলিম সবজি। বয়স প্রায় ৭৫ বছর। মালদা রতুয়া থানার অন্তর্গত দেবীপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সামসির সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের দোকানদারেরা হাজির হয়। নিজেদের দোকানের পশ্রা সাজিয়ে সারাদিনব্যাপী চলে হাটে কেনা বেচা। সেই মতো ওই ব্যক্তি সবজি বিক্রি করতে হাঁটে যায়। সবজির দোকান দেওয়া নিয়ে অন্যান্য সবজি বিক্রেতাদের সাথে গন্ডগোল বাঁধে।
বচসায় বুকে আঘাত, মৃত্যু বছর ৭৫ এর বৃদ্ধার ! বিস্ফোরক অভিযোগ মালদায়
অভিযোগ, সে সময় রুহুল নামে এক যুবক ওই বৃদ্ধ সবজি বিক্রেতার বুকে আঘাত করে। এই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় ওই বৃদ্ধ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ হেফাজতের নেওয়ার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সামসি রেগুলেটেড মার্কেটে নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ঘটনা বলে অভিযোগ তুলছে ব্যবসায়ী মহল। যদিও এ গোটা বিষয়ে সবচেয়ে রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন, জমি 'দখলে' বাধা, 'ভেঙে দেওয়া হল বছর ৮৫-র বৃদ্ধা মায়ের হাত' ! কাঠগড়ায় TMC নেতা
গতবছর মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা
চব্বিশ সালের জুন মাসে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা। পাওনার টাকা চাওয়ায় সোনারপুরের ব্যবসায়ীকে কোপ এবং মারধরের ঘটনা ঘটেছিল। স্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তির অভিযোগ উঠছিল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ও তাঁর ভাই ঘটনার পর থেকে পলাতক। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী রামেজ হোসেন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন। লেনদেন সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কিছু তার তদন্তে নেমেছিল পুলিশ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিল আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছিল।






















