Malda News: বর্ষার শুরুতেই ফের বিপত্তি, বাজ পড়ে মৃত দুই, আহত সাত
Lighting Death : অসুস্থ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হয়েছে বাঙ্গিটোলা স্থানীয় হাসপাতাল। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
করুণাময় সিংহ, কালিয়াচক: মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাজ পড়ে দুটি পৃথক জায়গায় মৃত্যু দুজনের। আহত কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকার হাইস্কুলের সাত জন ছাত্রছাত্রী। কালিয়াচক ২নং ব্লকের বাবলা এলাকায় গাছে আম কুড়োতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুরনো মালদা ব্লকের মুচি এলাকায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হয়েছে বাঙ্গিটোলা স্থানীয় হাসপাতাল। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
কলকাতা ( Kolkata ) সহ দক্ষিণবঙ্গের ( South Bengal ) বেশ কিছু জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশেও ঢুকে পড়বে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Alipore Weather Office ) , বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে। বর্ষা ( Monsoon )প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে ক্রমশ নিচের দিকের জেলায় বৃষ্টির প্রভাব বাড়বে। আর এরই মধ্যে ফের বজ্রাঘাতে মৃত্যুর খবর। শুধু তাই নয়, স্কুল থেকে ফেরার সময় বাজ পড়ে আহত হয়েছে সাত পড়ুয়া।
পাঁচ জেলায় আজও প্রবল বৃষ্টি
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস। চরম বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জেলাতে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চার জেলাতে।
আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি