Malda Medical College : মর্গের ফ্রিজার খারাপ, থরে থরে জমা হওয়া মৃতদেহ থেকে প্রবল দুর্গন্ধ, তিষ্ঠানো দায় মালদা মেডিক্যালে
বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। অভিযোগ, দাবি-না-করা দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতাল চত্বরে।
করুণাময় সিংহ, মালদা: আরজি কর মেডিক্যালের 'রক্তমাখা গ্লাভস' , এসএসকেএম-এ 'মরচে ধরা কাঁচি' বিতর্ক, এরই মধ্যে চাঞ্চল্যকর খবর মালদা মেডিক্যাল কলেজ থেকে। অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিক্যালের বেশিরভাগ ফ্রিজার। আর এই বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। অভিযোগ, দাবি-না-করা দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতাল চত্বরে।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতির টাকা না মেলায় ফ্রিজার সারাইয়ের কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতির টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। সূত্রের খবর, মালদা মেডিক্যালের মর্গ, অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিস মিলিয়ে মোট আটটি ফ্রিজার রয়েছে। তারমধ্যে মর্গে রয়েছে পাঁচটি ফ্রিজার। এই ফ্রিজারগুলি মিলিয়ে প্রায় ৪৮ টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। সূত্রের দাবি, বছর খানেকের বেশি সময় ধরে প্রায় সব ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর জানান, ফ্রিজার খারাপের কথা কর্তৃপক্ষ জানে। এতদিন অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছিল না তবে এখন অর্থ বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কবে থেকে কাজ শুরু করা হবে সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না তিনি।
রাজ্য জুড়ে যেখানে মেডিক্যাল কলেজগুলির পরিস্থিতি নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন মেডিক্যাল কলেজে ফ্রিজার খারাপ হয়ে পড়ে থাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচা - আকচি। বিজেপির অভিযোগ, 'এই দলটা ( তৃণমূল ) তোলাবাজিতে ব্যস্ত। কেন্দ্রীয় সরকার টাকা দিলেও সেই টাকা স্বাস্থ্য কারিকামোতে ব্যয় করা হচ্ছে না' পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 'জনগণ বিজেপিকে বিতারিত করেছে আগেই। এত বড় একটা হাসপাতাল। সেখানে ইলেকট্রিকের সমস্যার কারণে ফ্রিজেরগুলি নষ্ট হয়ে গিয়েছে। তবে খুব দ্রুত ফ্রিজার লাগানো হবে মর্গে।'
আরও খবর :
স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।