SLST: মেধা তালিকায় নামই নেই, তবুও স্কুলে চাকরি? ববিতা-অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়
Malda SLST: প্রথমে মেধা তালিকায় নাম, নম্বর বিভাজন-সহ পূর্ণাঙ্গ তালিকায় গায়েব? ববিতা-অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়।
সৌভিক মজুমদার, কলকাতা: মেধা তালিকায় নামই নেই, তাও স্কুলে চাকরি (Job)? প্রথমে মেধা তালিকায় নাম, নম্বর বিভাজন-সহ পূর্ণাঙ্গ তালিকায় গায়েব? ববিতা-অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়।
হাইকোর্টের তরফে কী জানান হয়েছে?
- ‘একাদশ-দ্বাদশের ইতিহাসের মেধাতালিকায় নাম নেই, তাও স্কুলে চাকরি’
- ‘২০১৬-র এসএলএসটি পরীক্ষায় ওয়েটিং লিস্টের ৩০ নম্বরে পঃ মেদিনীপুরের লিপিকা মণ্ডল’
- ‘মেধাতালিকায় ২ নম্বরে নাম ছিল চাকরি প্রাপক প্রবীণ মণ্ডলের’
- ‘নম্বর বিভাজন-সহ পূর্ণাঙ্গ তালিকায় নেই ২ নম্বরে থাকা প্রবীণ মণ্ডল’
- 'সদ্য প্রকাশিত মেধাতালিকা থেকে গায়েব প্রবীণ মণ্ডলের নাম'
- 'ওয়েটিং লিস্টে থাকা ৩০ জনের চাকরি হয়েছিল বলে দাবি লিপিকার'
- ‘মেধাতালিকায় নেই, তাও কীভাবে চাকরি পেলেন প্রবীণ মণ্ডল?’
- স্কুল সার্ভিস কমিশনের হলফনামা তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
ববিতা সরকারের পর, এবার প্রিয়ঙ্কা সাউ। ১ মাসের মধ্যে আরও এক চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে তিনি বলেন, ২৮শে অক্টোবরের মধ্যে প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দিতে হবে। মহিলা-পুরুষ উভয় ক্যাটিগরিতে ডাকা উচিত ছিল স্কুল সার্ভিস কমিশনের এবং এটাই নিয়ম বলে তাঁর আইনজীবীরা দাবি করেন। প্রিয়ঙ্কা সাউয়ের অভিযোগ ছিল, মহিলা-পুরুষ উভয় ক্যাটিগরিতে যিনি চাকরি পেয়েছেন, তিনি তাঁর থেকে কম নম্বর পেয়েছেন।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রিয়ঙ্কা সাউকে একাদশ-দ্বাদশে নিয়োগ করতে হবে। ১১ই অক্টোবর থেকে ২১শে অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার জন্য SSC’কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, বাড়ির কাছাকাছি ৩টি স্কুলের মধ্যে একটা বেছে নিতে পারবেন প্রিয়ঙ্কা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ২৮শে অক্টোবরের মধ্যে তাঁকে নিয়োগপত্র দিতে হবে।