Malda: লাল গেঞ্জি খুলে ট্র্যাক ধরে দৌড়! বালকের বুদ্ধিতে বাঁচল ট্রেন
Viral News:আপ লাইনের বেশই কিছুটা অংশের মাটি সরে গিয়েছিল। ভয়ঙ্কর বিপদ ওত পেতে ছিল ট্রেনের জন্য়।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বালক যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশো যাত্রীর জীবন বাঁচিয়েছে। সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Socail Media)। এই ভিডিও দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা (Malda) জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি। সেখানে আপ লাইনের বেশই কিছুটা অংশের মাটি সরে গিয়েছিল। ভয়ঙ্কর বিপদ ওত পেতে ছিল ট্রেনের জন্য়। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ির দিকে ফিরছিল ওই বালক।
সেই নাকি লক্ষ্য করে যে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে। ওই বালকের পরনে লাল গেঞ্জি ছিল। তড়িঘড়ি নিজের পরনের লাল গেঞ্জি খুলে ফেলে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায়। তার ফলেই বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশো যাত্রী। সেই খবর পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করেন রেলকর্মীরা। তারা এসে আপ লাইন মেরামত করেন। তারপরেই ট্রেনটি সুষ্ঠুভাবে পৌঁছয় গন্তব্যে। ওই বালকের নাম মুরসালিম।
আরও পড়ুন: মানোন্নয়নের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের বরাদ্দ ১০ টাকা, তোলপাড় সিদ্ধান্তে






















