Malda News:প্রধানের প্যাড, সিল এবং সই জালের অভিযোগ, শ্রীঘরে মালদার সিভিক ভলান্টিয়ার
Civic Volunteer Arrested In Malda:প্রধানের প্যাড, সিল এবং সই জাল করার অভিযোগে গ্রেফতার হলেন মালদা থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার।
করুণাময় সিংহ, মালদা: প্রধানের প্যাড, সিল এবং সই জাল করার অভিযোগে গ্রেফতার হলেন মালদা থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer arrest In Malda)। ধৃতের নাম বিমল সরকার। বাড়ি পুরাতন মালদার ভাবুকের ফতেপুর গ্রামে। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, খতিয়ে দেখছেন মালদা থানার (Malda News( পুলিশ।
কী ভাবে জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ভাবুক অঞ্চলের প্রধানের প্যাডে ওই এলাকারই ৪ জন সিভিত ভলান্টিয়ারের বিরুদ্ধে জুয়া এবং মদের আসর চালানোর অভিযোগ জানান। অভিযোগ যায় মালদা জেলা পুলিশের সুপার, ডিএনটিডিএসপি এবং জিআরও-তে। মালদা থানার পুলিশ জানতে পেরে তদন্ত শুরু করে। প্রথমেই জিজ্ঞাসাবাদের জন্য প্রধানের কাছে যান তদন্তকারী আধিকারিকরা। তখনই চোখ কপালে ওঠার জোগাড়। সূত্রের খবর, প্রধান প্রভুনাথ দুবে তাঁদের বলেন, 'প্যাড, সিল ও সই আমার নয়। এটি সম্পূর্ণ জাল।' তদন্তের সূত্র ধরে তখন মালদা থানার পুলিশ অভিযোগকারী থুরি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। কোন উদ্দেশে তিনি এমন কাণ্ড ঘটালেন, তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতে বেশ হইচই শুরু হয়েছে। সই জালের অভিযোগে শ্রীঘরে কিনা খোদ সিভিক ভলান্টিয়ার? এর আগে অবশ্য, বারুইপুরে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তার মধ্যেও নাম ছিল এক সিভিক ভলান্টিয়ারের।
কী ঘটেছিল?
ঘটনাটি ছিল সেপ্টেম্বর মাসের। সে বার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে খোদ দলনেত্রীর বিরুদ্ধে। টাকার হিসেব চাইতে গেলে সদস্যাদের মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনাতেই স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী, এক সিভিক ভলান্টিয়ার-সহ ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গোটা ঘটনায় প্রায় ৪ হাজার সদস্যা ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, দলনেত্রীর কাছে টাকার হিসেব চাইতে গেলে, তাঁদের ওপর চড়াও হন দলনেত্রীর ভাই। তিনি আবার বারুইপুর থানার সিভিক ভলান্টিয়ার। মারধর করে মহিলাদের তাড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ক্ষোভের মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী-সহ ৫ জনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন:কাজ না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ? মানিকচকে কাঠগড়ায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান