Bangladesh:বাংলাদেশে আক্রান্ত হিন্দু শিক্ষক!ভোটব্যাঙ্কের স্বার্থের কথা ভেবে চুপ থাকবেন মমতা:শুভেন্দু
ABP Ananda Live: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু। চট্টগ্রামে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক ! ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর । 'চট্টগ্রামের স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে'। 'প্রধান শিক্ষককে স্কুল থেকে উৎখাত করা হল'। 'অপরাধ একটাই, ওই প্রধান শিক্ষক সনাতনী সমাজের প্রতিনিধি'। এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন?' 'আমার অনুমান, ভোটব্যাঙ্কের স্বার্থের কথা ভেবে চুপ থাকবেন মমতা'। 'যিনি বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার', ভোটব্যাঙ্কের স্বার্থে নীরব থাকবেন তিনি'। এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে মন্তব্য শুভেন্দু অধিকারীর। সম্প্রতি মৌলবাদীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপকের বাড়িতেও ভাঙচুর হয়।
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।
এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'
কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে ? কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ ? উঠছে প্রশ্ন।