Malda News: প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক, ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারে খোদ BDO
Malda BDO Clean Area After Mamata Speech: মুখ্যমন্ত্রীর ধমকের পর এলাকা পরিষ্কারের কাজে নেমে পড়লেন খোদ বিডিও, হাতে তুলে নিলেন ঝাঁটা, দিলেন ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা..
করুণাময় সিংহ, মালদা: নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক। আর তারপরে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারে নেমে পড়লেন খোদ বিডিও। পুরাতন মালদা ব্লক এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে, ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার সাহাপুর সেতু মোর সংলগ্ন বিভিন্ন এলাকায় চালানো হল অভিযান।
এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি , এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা রাজবংশী, সাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি সাহা দাস সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিরা। এদিনের প্রচার অভিযানে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন এবং এলাকার জনগণকে সচেতন করেন কীভাবে এই পতঙ্গবাহিত অর্থাৎ ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবং পরামর্শ দেন পাশাপাশি সাহাপুর সেতু মোড় এলাকার বিভিন্ন দোকানের বর্জ্য জল রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তার থেকে মশা, মাছির উপদ্রব হয়। অভিযুক্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের হুশিয়ারি দেওয়া হয় পরবর্তীতে যেনও এই দোকানের নোংরা জল রাস্তায় না ফেলা হয়।
এদিনের প্রচার অভিযানে অংশগ্রহণ করে বিডিও সেজুতি পাল জানান, 'বর্ষা পড়তেই শুরু হয়েছে ডেঙ্গু প্রকোপ। তাই এলাকার মানুষকে সচেতন করার জন্য মমতা মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষকে সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে।' মূলত গতকাল পুর পরিষেবা নিয়ে গতকাল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী । নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যা বলেন,' মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?' প্রশ্ন তোলেন মমতা।মুখ্যমন্ত্রীর কথায়, 'টাকার বিনিময়ে পৌরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব তদন্ত করবার জন্য। আমি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। সেখানে রাম-শ্যাম-যদু-মধু যেই হোক, কাউকে ছাড়বেন না। এমনকি আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' তিনি আরও বলেন, 'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে ? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলরেরা ? পুলিশের চোখে কিছুই পড়ে না।'
আরও পড়ুন, কয়লা পাচার মামলায় গ্রেফতার প্রাক্তন ECL-র প্রাক্তন জিএম-সহ ৩ !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।