Malda Fraud News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নিয়ে পলাতক 'অধ্যাপক'
প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের মহিলার অভিযোগ টাকা নেওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সুমন মজুমদার।
মালদা: অধ্যাপক (Fake Professor) পরিচয়ে বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে মালদায় (Malda) প্রতারণার অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল মালদা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা স্বাস্থ্যকর্মীর থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেন ভুয়ো অধ্যাপক। প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের মহিলার অভিযোগ টাকা নেওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সুমন মজুমদার। ঘটনায় মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
অন্যদিকে এমনই আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। ‘প্রেমের জালে ফাঁসিয়ে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও (Private Video) তুলে ব্ল্যাকমেল (Blackmail)’। এমনই চাঞ্চল্যকর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) নরেন্দ্রপুরের (Narendrapur) মিশনপল্লি থেকে গ্রেফতার করা হল মা-মেয়েকে ।
আরও পড়ুন: Bidhannagar News: নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ
বাড়িতে ডেকে ভিডিও তুলে ভাইরাল করার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ এক ব্যক্তির। তাঁদের দাবি, ব্ল্যাকমেলের মুখে পড়ে ২ লক্ষ টাকা তিনি দিয়েছেন। কিন্তু তারপরও হুমকি অব্যাহত থাকে। আরও টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে।
অভিযোগকারীর দাবি, ফেসবুকে তাঁর সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। দেখা করতে তাঁকে বাড়িতে ডাকেন মহিলা। তখনই, গোপনে ভিডিও তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই ব্যক্তির দাবি, পরে আরও টাকা চাওয়া হয়। এরপরই পুলিশে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত মা ও মেয়েকে আজ গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলার জামিন মঞ্জুর করেছে আদালত। অভিযুক্ত মেয়েকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।