Malda News: ব্যবসায়ী দম্পতি গিয়েছেন বেড়াতে, ফাঁকা বাড়ির সুযোগে লক্ষাধিক টাকার লুঠ দুষ্কৃতীদের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবেদন পোদ্দার নামে জনৈক ব্যক্তি ধর্মতলা এলাকার একটি বাড়ির নিচের চলায় সপরিবারে ভাড়া নিয়ে থাকেন। তাঁরাই কয়েকদিন ধরে জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন।
করুণাময় সিংহ, মালদা : ফাঁকা বাড়ির সুযোগে লক্ষাধিক টাকার লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চব্য ছড়িয়ে পড়ল গাজোল (Malda) থানার ধর্মতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে, সেই ব্যবসায়ী দম্পতি কালীপুজোর পর জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা চুরির বিষয়ে কিছুই জানতে পারেননি। শনিবার সকালে ব্যবসায়ী দম্পতির বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হয় আশেপাশের লোকেদের। খবর পেয়েই ঘটনাস্থলে তদন্তে আসে গাজোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবেদন পোদ্দার নামে জনৈক ব্যক্তি ধর্মতলা এলাকার একটি বাড়ির নিচের চলায় সপরিবারে ভাড়া নিয়ে থাকেন। তাঁরাই কয়েকদিন ধরে জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে, নগদ অর্থ ও সোনার গহনা মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, অর্থ ও সোনার অলঙ্কারের সঙ্গে এলইডি টিভি ও আরও বেশ কিছু ঘরের সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন - Malda: হরিশ্চন্দ্রপুরে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, শ্বাসরোধ করে খুন মহিলাকে
ব্যবসায়ী নিবেদন পোদ্দারের এক আত্মীয় মিঠু ঘোষ প্রসঙ্গে জানিয়েছেন যে, নিবেদন বাবু তাঁর জামাইবাবু হন সম্পর্কে। তিনি বলেন, 'দিদি ও জামাইবাবু কালিপুজোর পর সপরিবারে বেড়াতে গিয়েছেন জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরেই বাড়িতে কেউ ছিলেন না। এরপরই আমরা চুরির বিষয়টা জানতে পারি। বাড়ির মালিক উপরের তলায় থাকেন। তাঁরাও এই ব্যাপারে কিছু জানতে পারেননি। শনিবার সকালে বিষয়টা জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। পুরো বিষয়টাই গাজোল থানার পুলিশকে জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন যে, তাঁরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, দেড় লক্ষ টাকার সোনার অলঙ্কার ও বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা।'