Mlada News: প্রথমে পিকআপ ভ্যান, পরে বাসের ধাক্কা ! গঙ্গারামপুরে দুর্ঘটনায় মৃত ৩; আহত ৭
Gangarampur Incident: মৃত এবং আহতদের পরিবারের এক সদস্য জানান, গতকাল একটি বোলেরো গাড়িতে চেপে ১০ জন ফুটবল খেলার উদ্দেশ্যে গঙ্গারামপুরে যাচ্ছিলেন।

মালদা : চারচাকা গাড়িতে চেপে ফুটবল খেলতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। ঘটনায় আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে দু'জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃত এবং আহতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায়। মৃতরা হলেন- আজিজুল শেখ, আমির সোহেল এবং আশিক শেখ। ঘটনার জেরে গোটা মাধাইপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত...
মৃত এবং আহতদের পরিবারের এক সদস্য জানান, গতকাল একটি বোলেরো গাড়িতে চেপে ১০ জন ফুটবল খেলার উদ্দেশ্যে গঙ্গারামপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঠেঙ্গাপাড়া এলাকায় প্রথমে একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা মারে। এরপর সামনাসামনি বোলেরো গাড়িটিকে ভুল দিকে এসে ধাক্কা মারে অপর একটি বাস। দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বাকি সাত জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে দু'জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিরা রায়গঞ্জ ও শিলিগুড়িতে চিকিৎসাধীন।
দুর্ঘটনা অন্যত্র
গতকাল পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা মারে গাড়ি। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। অনুমান, গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।
এর আগে গত ১৩ অগাস্ট এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছিল, গাড়ির ধাক্কায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অ্যাপ বাইক চালকের । বিধাননগরের কাছে, সল্টলেক সেক্টর টু-র নিউ ব্রিজ সিগন্যালের কাছে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় তরুণ অ্যাপ বাইক চালকের। গাড়ি দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু ঘিরে ঘটনার দিন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর টু। জীবন্ত থাকাকালীন অগ্নিদগ্ধ হয়ে, ঝলসে, ছটফট করতে করতে মৃত্যু হয় ওই তরুণের। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। আচমকা একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। প্রাণ বাঁচাতে রাস্তার পাশের রেলিং টপকে পালাতে যান তিনি। তবে সেখানে ধারাল একটি অংশ উঁচু হয়ে ছিল। সেখানেই পা গেঁথে আটকে যায় তাঁর। গাড়ি এবং রেলিংয়ের মাঝে আটকে পড়েন সৌমেন নামের ওই তরুণ অ্যাপ বাইক চালক। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। রেলিংয়ে আটকে থাকাকালীনই জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই তরুণের।






















