Malda News: গোডাউনে বেআইনিভাবে রেশনের আটা মজুতের অভিযোগ, কালিয়াচকে গ্রেফতার যুব তৃণমূল নেতার দাদা
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সুলতানগঞ্জের এই গোডাউন থেকে উদ্ধার হয় প্রায় ৭ টন আটা।
![Malda News: গোডাউনে বেআইনিভাবে রেশনের আটা মজুতের অভিযোগ, কালিয়াচকে গ্রেফতার যুব তৃণমূল নেতার দাদা Malda News: Youth TMC leader Sushanta Chowdhury's brother accused on illegally flour stored, 4 arrested Malda News: গোডাউনে বেআইনিভাবে রেশনের আটা মজুতের অভিযোগ, কালিয়াচকে গ্রেফতার যুব তৃণমূল নেতার দাদা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/1ebd3455f6cf06a0acdfa14aed1c938e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : বেআইনিভাবে প্রচুর পরিমাণে রেশনের আটা মজুত করার অভিযোগে যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরীর দাদা বিকাশ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেবে।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সুলতানগঞ্জের এই গোডাউন থেকে উদ্ধার হয় প্রায় ৭ টন আটা। পুলিশের কাছে খবর ছিল, সুলতানগঞ্জের ওই গোডাউনে বেআইনিভাবে প্রচুর পরিমাণে রেশনের আটা মজুত করা হচ্ছে। অভিযান চালিয়ে দুই লরি ভর্তি রেশনের আটা উদ্ধার করে পুলিশ। প্রায় ৭ টন আটা উদ্ধার হয়েছে সুলতানগঞ্জের ওই গোডাউন থেকে। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতারও করে পুলিশ। ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে পুলিশ যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরীর দাদা বিকাশ চৌধুরীর যোগের কথা জানতে পারে এবং তাঁকে গ্রেফতারও করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আনিস সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন, ওই গোডাউনে বেআইনিভাবে রেশনের আটা মজুত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তার জন্যও তদন্ত শুরু হয়েছে।
রেশনের আটা মজুতের ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, 'মমতা দিদি দুর্নীতিমুক্ত সমাজ তৈরির কথা বলছেন। কিন্তু তাঁর দলে এই ধরনের নেতা থাকলে কখনওই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা সম্ভব নয়।' পাশাপাশি বিজেপির অভিযোগের তির যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরীর দিকেও। তিনিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন বলে দাবি বিজেপির। যদিও সুশান্ত চৌধুরীকে এই বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বলে খবর।
রেশনের আটা বেআইনিভাবে মজুতের অভিযোগের তির শাসকদলের দিকে যাওয়ায় কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামিজুদ্দিন আহমেদ জানিয়েছেন, বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকা কারও পাশে দল দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)