Malda Fraud: ই-মেলে এল ভুয়ো মেল, রেলে চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকার প্রতারণা
দাবিমতো ১ লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্টও করা হয়। চাঁচোল-এর বাসিন্দা জ্যোতির্ময় পান্ডেকে নিয়োগ পত্র পাঠানো হয় মেল মারফত।
করুণাময় সিংহ, মালদা: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা। এই ঘটনায় গ্রেফতার দুই যুবক। মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে আটক করে আরপিএফ। পরে তাদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা চক্রে আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে?
রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা দাবি করেন ব্যান্ডেল এর বাসিন্দা কামেশ্বর সিংহ। দাবিমতো ১ লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্টও করা হয়। চাঁচোল-এর বাসিন্দা জ্যোতির্ময় পান্ডেকে নিয়োগ পত্র পাঠানো হয় মেল মারফত। গতকাল চাকরিতে নিযুক্ত হওয়ার পর আরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হয় জ্যোতির্ময় পান্ডে এবং তাঁর মা রুমা পান্ডের।
মালদা ডিএম অফিসের কাজে নিযুক্ত করতে আসা ২ যুবককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটক করেন তারা। খবর দেওয়া হয় আর পি এফ এ। ওই দুই যুবককে আটক করে আরপিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য। ওই যুবক ও তার মা প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে তাদের ইংরেজবাজার থানায় পাঠানো হয়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবকের মা। এরপরে ইংরেজবাজার থানার পুলিশ আজাদ কুমার ও মোহাম্মদ ঈসা খান নামে দুই যুবককে গ্রেফতার করে।
আরও পড়ুন,জয়েন্ট বিডিও পরিচয়ে টাকা আত্মসাৎ, প্রতারিত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী
জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বিহারের পাটনা জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মূল অভিযুক্তের খোঁজ করার পাশাপাশি রেলে চাকরি দেওয়ার নামে আন্তঃরাজ্য প্রতারণা-চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, প্রতারণার ফাঁদে পঞ্চায়েত প্রধানের স্বামী। জয়েন্ট বিডিও পরিচয়ে আর্থিক সাহায্য চেয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।