Malda: পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ নিয়ে তরজা, মালদায় প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ। সেই রাস্তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব! ব্লক সভাপতিকে বেনজির ভাষায় আক্রমণ করলের অঞ্চল চেয়ারম্য়ান।
করুণাময় সিংহ, মালদা: রাস্তা নির্মাণ নিয়ে মালদায় (Malda) প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। অভিযোগ, দলের কাউকে কিছু না জানিয়েই রাস্তা তৈরির কাজ শুরু করিয়ে দিয়েছেন ব্লক সভাপতি। তবে কী কন্ট্রাক্টরের সঙ্গে সমঝোতা রয়েছে তৃণমূল নেতার? কোনও কাটমানির গল্প রয়েছে? এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তৃণমূলেরই একাংশ।
মালদায় প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব: পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ। সেই রাস্তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব! ব্লক সভাপতিকে বেনজির ভাষায় আক্রমণ করলের অঞ্চল চেয়ারম্য়ান। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ হচ্ছে। বৃহস্পতিবার রাস্তায় নারকেল ফাটিয়ে সিমেন্টের প্রলেপ দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সভাপতি। আর তাতেই ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁদের অভিযোগ, দলের কাউকে কিছু না জানিয়েই রাস্তা তৈরির কাজ শুরু করিয়ে দিয়েছেন ব্লক সভাপতি।
সূত্রের খবর, ৭০০ মিটার এই রাস্তা নির্মাণে খরচ হবে ২৩ লক্ষ ৭৭ হাজার টাকা। কিন্তু নির্মাণের আগেই শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে চড়ছে উত্তাপ। তুলসিহাটা অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান দিল রোজ বলেন, “মানিক দাস বলছেন আমরা নাকি সংগঠনের জন্য় কিছু করিনি। আমাদের বঞ্চিত করে চোরের মত উদ্বোধন করে চলে গেল? কী স্বার্থ ওঁর? আর্থিক লেনদেরেন ব্য়াপার আছে কন্ট্রাক্টরের সঙ্গে? এতগুলো পদাধিকারীকে না জানিয়ে কেন গেলেন? কাটমানির ব্য়াপারে গট আপ? যাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে, তাদের সঙ্গে মানিক দাস কাজ করেছে।’’ অভিযোগ অস্বীকার করে ব্লক সভাপতি মানিক দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি কোথাও আওয়াজ শোনো, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এরা আসেনি। এতগুলো লোক কি চোর? কে চোর কে ভাল, তাঁরা কী করেছেন গ্রাসরুটে গিয়ে দেখুন।’’
এদিকে মালদার রথবাড়ি থেকে হেরোইন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে দাবি, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। মাদক কারবারের অভিযোগে জিয়াউল শেখ নামে কালিয়াচকের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, কালিয়াচকেই মাদকের ব্যবসা ফেঁদেছিলেন জিয়াউল।
আরও পড়ুন: Howrah News: আটশো কেজির বেশি গাঁজা উদ্ধার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর, গ্রেফতার ৪