Malda Weather Forecast: আপনি মালদার বাসিন্দা? জেনে নিন আজকের আবহাওয়া
Weather Forecast: ২৭ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
২৬ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। সেই মতোই দুপুর গড়াতেই ভিজল শহর। উল্লেখ্য আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দু-দিনই বইতে পারে ঝোড়ো হাওয়া।
তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায়, জলপাইগুড়ি শহরে ফুঁসছে করলা নদী। জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি। বাড়িতে জল ঢুকে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানালেও, সুরাহা মেলেনি বলে অভিযোগ।ভোগান্তির শিকার হাজার পাঁচেক মানুষ। জলপাইগুড়ি পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে আজও তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।
অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬
এক নজরে বঙ্গের আবহাওয়া (Weather Update)
এখনই বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে। উষ্ণতা ও আর্দ্রতার যুগলবন্দিতে আরও কয়েকদিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১২ জুন। এবার স্বাভাবিক সময়ে বৃষ্টির কৃপাদৃষ্টি মিলবে কি না, সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কলকাতাসহ দক্ষিণবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে বালুরঘাট থেকে মালদা জেলায় ঢুকে পড়ল বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই এখন বর্ষা। উত্তরবঙ্গের সব জেলা কভার করতে ১৪ দিন সময় নিল বর্ষা।৩রা জুন উত্তর বঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা ।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in
আরও পড়ুন: Malda News: মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক