Bangladesh News: ফের পাকিস্তান থেকে বাংলাদেশে এল বিস্ফোরক বোঝাই কন্টেনার ! দাবি আওয়ামি লিগের | ABP Ananda LIVE
Bangladesh News: ফের পাকিস্তান থেকে বাংলাদেশে এল জাহাজ। করাচি থেকে এসেছে বিস্ফোরক বোঝাই কন্টেনার। এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের।
আরও খবর...
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। 'ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট। জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট। উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি-চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার, প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উঃ ২৪ পরগনারই এক ব্যক্তি', পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ