Malda News:আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল উপপ্রধানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ নস্যাৎ নেতার
TMC Leader With Firearm:আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল উপপ্রধানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছবিই আলোচনার কেন্দ্রে।
করুণাময় সিংহ, মালদা: আগ্নেয়াস্ত্র (firearm) হাতে তৃণমূল (TMC) উপপ্রধানের (Uppradhan) ছবি (photo) ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়ায় (social media)। আর সেই ছবি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওয়াইদুর রহমানের এই ছবিই এখন আলোচনার কেন্দ্রে। যদিও তাঁর দাবি, ছবিটি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
ছবি ঘিরে বিতর্ক...
আগ্নেয়াস্ত্র হাতে শাসকদলের পঞ্চায়েত উপপ্রধানের এমন ছবি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনের আগে গুলি-বন্দুক নিয়ে এরা সাধারণ মানুষের মনে ভয়-ভীতি সঞ্চার করতে চাইছে। লাইসেন্স ছাড়া বন্দুক থাকলে সেটি ফৌজদারি অপরাধ। পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা।' গোটা ঘটনায় বিতর্কের আগুন তুঙ্গে। কিছুটা অস্বস্তি ধামাচাপা দিতেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'একজন জনপ্রতিনিধি যদি এই ধরনের বেআইনি কাজ করেন তা হলে পার্টি পাশে থাকবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা।' যদিও যে পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে এই বিতর্ক, সেই ওয়াইদুর রহমান কোনও অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, সুপার ইম্পোজ করে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
এক অভিযোগ হালেই...
দিনদুয়েক আগেই কার্যত এক অভিযোগ উঠেছিল আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সে বার আগ্নেয়াস্ত্র হাতে এক তৃণমূল প্রধানের স্বামীর ছবি ভাইরাল হয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতার ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক দেখা দেয় তখনও। ছবিতে দেখা গিয়েছিল, আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রতিকা আক্তারির স্বামী ও তৃণমূল নেতা মহম্মদ আলাউদ্দিন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, মেলায় গিয়ে বেলুন ফাটানোর জন্য খেলনা বন্দুক নিয়ে ছবি তুলেছিলেন। রাজনৈতিক স্বার্থে কেউ ওই ছবি ভাইরাল করে দেয়। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভয় দেখাতে চাইছে তৃণমূল, আক্রমণ বিজেপির। এর জন্য অস্ত্র মজুত করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করতে পারে। পঞ্চায়েত নির্বাচনে হারবে বুঝেই কুত্সা করছে, গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা শাসকদলের।
কিন্তু এবারও সেই এক অভিযোগ শাসকদলের দিকে।
আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা ! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলাকে মারধর করে কেটে নেওয়া হল চুল