Panchayat Election Result 2023:পরাজিত কংগ্রেস প্রার্থীর ভাইপোর পচাগলা দেহ উদ্ধার মালদার মোথাবাড়িতে, রাজনৈতিক খুন? চড়ছে সন্দেহ
Panchayat Poll Violence: পরাজিত কংগ্রেস প্রার্থীর ভাইপোর পচাগলা দেহ উদ্ধার ঘিরে হইচই শুরু মালদার মোথাবাড়িতে। নিহতের নাম ইসকা হাবিব খান।
করুণাময় সিংহ, মালদা: এই মৃত্যুমিছিল থামবে কবে? উত্তর নেই, শুধু বাড়ছে লাশের সংখ্যা। এবার পরাজিত কংগ্রেস প্রার্থীর ভাইপোর (Body Of Nephew Of Lost Congress Candidate) পচাগলা দেহ উদ্ধার ঘিরে হইচই শুরু মালদার (Malda) মোথাবাড়িতে। নিহতের নাম ইসকা হাবিব খান। বয়স ২৩ বছর। কালিয়াচক থানা এলাকার রেল লাউনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে ভাইপো, অভিযোগ কাকা মাহাতাপ খানের। এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন মাহাতাপ। তবে হেরে যান।
কী জানা গেল?
পরিবার সূত্রে খবর, গত ১৩ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন ইসকা হাবিব খান। তার পর থেকে আর কোনও খোঁজ ছিল না তাঁর। ১৫ তারিখ মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়রি করেন পরিবারের লোকেরা। দু'দিন বাদে, ১৭ জুলাই কুড়ি হাজার টাকা চেয়ে ফোন আসে বলে দাবি ইসকার কাকার। বিষয়টি মোথাবাড়ি থানাকে জানানো হয় বলেও দাবী তাঁর। তার পর আজ সকালে যুবকের মৃতদেহ উদ্ধার হয় রেললাইনের পাশ থেকে। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে ভাইপো, অভিযোগ কাকার। এখনও পর্যন্ত যা খবর, তাতে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর থেকে ভোটের দিন ও গণনার দিন পর্যন্ত ব্যাপক অশান্তির অভিযোগ উঠে এসেছে। রাজনৈতিক নেতা-কর্মীর পাশাপাশি আক্রান্ত হয়েছেন সাধারণ ভোটাররাও। এমনকি, বাদ যাননি রাজনৈতিক নেতা-কর্মীদের আত্মীয়রাও। সে দিক থেকে মালদার ঘটনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়।
আগেও আক্রান্ত আত্মীয়রা...
দিনচারেক আগেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ মারার ঘটনা ঘটে। সে বার বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছিল। অশোকনগরের চড়কতলা এলাকায় আক্রান্ত হন বিজেপি প্রার্থীর আত্মীয়। প্রাথমিক ভাবে জানা যায়, মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর উপর দুষ্কৃতী হামলা হয়েছে।তাঁর পেটে ও কোমরে কোপ বসানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। একই দিনে আবার ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রড-বাঁশ দিয়ে মারধর করা হয়েছে তাঁকে, এমনই অভিযোগ। সবটাই উড়িয়ে দেয় বিজেপি। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরের ঘটনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূলের সদস্য প্রসেনজিৎ পাত্রর ভাই পেশায় টোটোচালক। অভিযোগ, গত শনিবার রাতে তাঁর টোটোয় যাত্রী সেজে উঠে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করেন পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা। আপাতত জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রসেনজিৎ পাত্রর ভাই।