India vs Australia Test Live: বুমরাদের দাপটে তাসের ঘরের মত ভাঙল অস্ট্রেলিয়ান ব্য়াটিং, প্রথম দিনশেষে ৮৩ রানে এগিয়ে ভারত
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট: ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের স্পিনাররা রোহিত, কোহলিদের দর্প চূর্ণ করে ভারতকে হোয়াইটওয়াশ করেছে। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল বাদে কেউই ব্যাট হাতে তেমন রানই পাননি।
LIVE

Background
India vs Australia Test Live Score: প্রথম দিন শেষ
প্রথম দিনের পড়ল মোট ১৭ উইকেট। ৮৩ রান পিছিয়ে ৬৭ রানের বিনিময়ে সাত উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করল অস্ট্রেলিয়া।
IND vs AUS Live: চতুর্থ শিকার বুমরার, এবার ফেরালেন অজি অধিনায়ক কামিন্সকে
অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন। নিজের চতুর্থ উইকেট তুলে নিলেন বুমরা। ফেরালেন প্যাট কামিন্সকে। মাত্র ৩ রান করে পন্থেক হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার স্কোর ৫৯/৭।
India vs Australia Test Live Score: সিরাজের বলে লেগবিফোর লাবুেশন, অস্ট্রেলিয়ার স্কোর ৪৭/৬
অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন। ৫২ বলে ২ রান করে মহম্মদ সিরাজের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ডানহাতি ব্যাটার। পঞ্চাশের গণ্ডিও পেরতে পারেনি এখনও অজিরা।
IND vs AUS Live: সিরাজের বলে আউট মার্শ
এবার উইকেটের খাতা খুললেন মহম্মদ সিরাজও। মাত্র ৬ রান করে সিরাজের বলে ক্যাচ আউট হলেন মিচেল মার্শ। স্লিপে অসাধারণ ক্যাচ নিলেন কে এল রাহুল। অস্ট্রেলিয়ার স্কাের ৩৮/৫।
India vs Australia Test Live Score: হর্ষিতের বলে বোল্ড হেড, অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন
অভিষেক টেস্টে নিজের তৃতীয় ওভারেই উইকেট পেলেন হর্ষিত রানা। ট্রাভিস হেডকে বোল্ড করে দিলেন তিনি। অজি তারকা ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। অস্ট্রেলিয়ার স্কোর ৩১/৪।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
