Malda News:বাজ পড়ে ২ জনের মৃত্যু মানিকচকে
Lightning Death:বাজ পড়ে দু'জন মারা গেলেন মানিকচকে। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আজ দুপুরে মানিকচক এলাকা জুড়ে প্রবল কালবৈশাখী ঝড় উঠে।
করুণাময় সিংহ, মালদা: বাজ পড়ে দু'জন মারা (Death) গেলেন মানিকচকে (Manik Chak)। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আজ দুপুরে মানিকচক এলাকা জুড়ে প্রবল কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় উঠে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। সেই সময়ই আম (Mango) কুড়োতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। তা ছাড়া ২ শিশুও জখম হয়। তারা দু'জনই এখন হাসপাতালে চিকিৎসাধীন।
কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ এনায়েতপুরের বাসিন্দা হারেস মমিন ছেলের সঙ্গে বাড়ি-লাগোয়া আম বাগানে গিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় হারেসের। জখম হন তাঁর নাবালক সন্তান। আপাতত সেই নাবালক মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে ভূতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের সাহেব্রাম তোলার বাসিন্দা কবিতা মন্ডলও বাড়ি সংলগ্ন আমবাগানে তাঁর মেয়ের সঙ্গে আম কুড়োতে গিয়েছিলেন। বজ্রাহত হয়ে মারা যান তিনি। মেয়ে সুপ্রিয়া মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভূতনি হাসপাতালে চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এনায়েতপুর ও উত্তর চন্ডিপুর এলাকায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় মানিকচক ও ভূতনি থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মর্মান্তিক ঘটনা মাসখানেক আগেও...
মুর্শিদাবাদের সালারেও মাসখানেক আগেই এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাঝে বাজ পড়ে প্রাণ হারাতে হয় দু'জনকে। গুরুতর আহত হন আরও দু'জন। স্থানীয় সূত্রে খাবার, সালারের কাগ্রামের একটি খামারে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরে বৃষ্টির মাঝে হঠাৎই প্রবল বাজ পড়া শুরু হয়। সেই সময় কর্মরত শ্রমিকদের ওপর একটি আছড়ে পড়ে। গুরুতর আহত হন চারজন শ্রমিক। তাঁদের সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি দুজন আহতের অবস্থা গুরুতর। জানা যায়, মৃত দুজনের নাম হাবিব শেখ ও নেকবোক শেখ। বাজ পড়ে এভাবে মর্মান্তিক মৃত্যুর জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার আগে, গোসাবার লাহিরিপুরে বাজ পড়ে মৃত্যু হয় এক গৃহবধূর। মৃতের নাম রেবতী সরকার। জানা গিয়েছিল, তার বয়স হয়েছিল ৩৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনিতে সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় মাঠে হঠাৎ বাজ পরে মৃত্যু হয়।
আরও পড়ুন:হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন