Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা
Kolkata News:মঙ্গলবার কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে রওনা দেন মমতা। সেখানে দু'দিনের সফরে যাচ্ছেন তিনি। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন।
কলকাতা: প্রাপ্য বকেয়া টাকা থেকে প্রতিপদে ফের বাংলাকে বঞ্চিত করার অভিযোগ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, কেন্দ্রীয় সরকাররে স্বৈরাচারিতার বিরুদ্ধে ধর্নায় বসবেন তিনি। আগামী ২৯ এবং ৩০ মার্চ অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা। মঙ্গলবার ওড়িশা সফরে যাওয়ার আগে জানিয়ে গেলেন (Dharna)।
মঙ্গলবার কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে রওনা দেন মমতা। সেখানে দু'দিনের সফরে যাচ্ছেন তিনি। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, গ্রামীণ বাংলার রাস্তা, বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনামূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন। আর তার পরই জানান, চলতি মাসেই ধর্নায় বসছেন তিনি।
এ দিন মমতা বলেন, "এ বারেও বাজেটে বাংলাকে একটা পয়সা দেয়নি। একমাত্র বাংলাকেই কিছু দেওয়া হয়নি। আবাস যোজনায় টাকা দেয়নি। দেয়নি আগের বকেয়া টাকাও। ৫৫ লক্ষ বাড়ির টাকা বাকি পড়ে রয়েছে। ১২ হাজার গ্রামের খারাপ রাস্তা সারিয়ে নতুন করে দিচ্ছি আমরা। সব নিজেদের টাকায় করছি। ১০০ দিনের কাজ, রাস্তা, আবাস নিয়ে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই বিভিন্ন খাতে।"
আরও পড়ুন: Mamata Banerjee: বিজেপি-র লোকাল প্রেসিডেন্টের মতো আচরণ, মমতার নিশানায় CBI-ED
এর আগে বকেয়া পেতে দিল্লিও ছুটে গিয়েছেন মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরেও বকেয়ার প্রসঙ্গ তুলেছেন। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি বলে জানান তিনি। মমতা বলেন, "মাস ছয়েক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। অমিত শাহ এসেছিলেন, তাঁকেও বলেছি। বার বার লিঠি লিখে বলা হয়েছে। তা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে, বিজেপি-র কথায় খালি কিছু টিম পাঠিয়ে দিচ্ছি। কিছু না থাকলেও ইডি-সিবিআই-এর মতো সংস্থা...মনে হচ্ছে সিবিআই ডিরেক্টরই এখন বিজেপি-র স্থানীয় সভাপতি যেন! ইডি-রও তাই। এ ভাবে দেশ চলছে। এমন চলতে পারে না।"
মমতা জানান, চিরকাল গরিব মানুষের জন্য লড়াই করে এসেছেন তিনি। আজ কাজ করেও প্রাপ্য টাকা পাচ্ছেন না দরিদ্র মানুষ। তাই চুপ করে বসে থাকবেন না তিনি। মমতার কথায়, "বাজেটে বাংলার জন্য এক পয়সা নেই। বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে। লাঞ্ছিত হচ্ছে বাংলা। কেন্দ্রীয় সরকারের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আগামী ২৯ মার্চ বেলা ১২টায় অম্বেডর মূর্তির সামনে ধর্নায় বসছি আমি। ৩০ মার্চ সন্ধেয় শেষ করব। তার পরেও ব্লকে ব্লকে, জেলায় জেলায় এ নিয়ে প্রতিবাদ চলবে।"
মঙ্গলবার দু'দিনের ওড়িশা সফরে রওনা দিচ্ছেন মমতা। বুধবার সেখানে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। তার পর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন। মমতার এই সফরকে ব্যক্তিগত বলে উল্লেখ করা হলেও, এর নেপথ্যে রাজনীতি দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটে সিলমোহর দিতেই নবীন-সকাশে মমতা। তবে সংসদে একাধিক বার মোদি সরকারের পাশেই থাকতে দেখা গিয়েছে নবীনের বিজু জনতা দলকে। তাই মমতার প্রচেষ্টা আদৌ সফল হবে কিনা, তা নিয়ে সংশয়ী অনেকেই।