Mamata Banerjee : হাসিমারার অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee at Alipurduar : গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের তরফে আয়োজন করা হয়েছে এই গণবিবাহ। এখানে পাঁচ শতাধিক তরুণ-তরুণীর চারহাত এক হচ্ছে
আশাবুল হোসেন, আলিপুরদুয়ার: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে কীভাবে শক্তিশালী করে তুলতে হবে, তা নিয়ে কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ২ দিনের সফরে বুধবার হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ-সহ কয়েকটি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর।
হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের তরফে আয়োজন করা হয়েছে এই গণবিবাহ। এখানে পাঁচ শতাধিক তরুণ-তরুণীর চারহাত এক হচ্ছে। তা প্রত্যক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঞ্চে উঠে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে বৃহস্পতিবারই দেওয়া হচ্ছে রূপশ্রী প্রকল্পের টাকা। এদিনের অনুষ্ঠান থেকে একটি সেতুর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক সরকারি পরিষেবা প্রদান করছেন তিনি।
আরও জানতে নজর রাখুন এবিপি লাইভ টিভি-তে
২০১৯’র লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে। ২১’র বিধানসভা ভোটেও আলিপুরদুয়ার-জলপাইগুড়ি জেলায় বিশেষ দাগ কাটতে পারেনি তারা। এবার বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পুরুলিয়ার সভায় তৃণমূলনেত্রীর মুখে, দলের একাংশের ভুলের কথা শোনা গেছিল। এবার আলিপুরদুয়ারে কার্যত তার পুনরাবৃত্তি ঘটল। কারও ওপর রাগ করে দলকে ভুল বুঝবেন না, বলেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, আলিপুরদুয়ারে দাঁড়িয়ে, পদ্ম শিবিরকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা : * আমাদের বিশ্বাস আদিবাসী ঘরের মেয়েরে অলিম্পিক্সে সোনা জিতে আসবে। ঝাড়গ্রামে আর্চেরি অ্যাকাডেমি করেছি। কলকাতায় আদিবাসী ভবন তৈরি করা হয়েছে থাকার জন্য। কালম্পিঙে আদিবাসী ভবন বানিয়েছি। বিরসা মুণ্ডার জন্মদিন ছুটি দিয়েছি। মাঝি থান, জহর থান বানাচ্ছি। * আগে মজুরি ছিল ৬৭ টাকা, আমরা ২০২ টাকা করে দিয়েছি। আরও বাড়বে। যতদিন না বাড়ছে ততদিন ১৫ শতাংশ ইন্টেরিম রিলিফ মিলবে। * চা সুন্দরী তৈরি করছি। হোম ট্যুরিজম তৈরি হবে। বাইরে থেকে ট্যুরিস্টি এলে আপনাদের রোজগার হবে। সরকার ১ লক্ষ টাকা দেবে। আপনাদের রোজগার হবে। * এখন আদিবাসী, তফশিলি জাতি, উপজাতিদের জন্য কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। দুয়ারে সরকারে বাকি কাজ হবে। * ঝাড়গ্রামে একলব্য স্কুলে দেখাশোনার জন্য দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। অনেকে এর প্রতিবাদ করেছিল। এখন সেখানকার সব পড়ুয়ারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। * কেন্দ্রীয় সরকার গম বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গ্যাসের দাম কোথায় বেড়ে হয়েছে? ভোটের আগে উজ্জ্বলা দিয়েছিল, এখন কোথায়? ভোট আসবে তখন বলবে আলাদা রাজ্য দেব, চা বাগান খুলে দেব। আর ভোটের পর দেখুন জিনিসপত্রের দাম কোথায় পৌঁছেছে!