(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee On RG Kar Protest : 'প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তাভাবনা করব' ধর্নামঞ্চে ঘোষণা মমতার
'আপনাদের পরিবার পরিজনও চিন্তায় আছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন,...আপনারা কাজে ফিরুন।' বললেন মমতা
সন্দীপ সরকার, কলকাতা : আন্দোলন, কর্মবিরতির ৩৫ তম দিনে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। গত বৃহস্পতিবার নবান্নে আলোচনার জন্য পৌঁছন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের শর্তে সরকার রাজি না হওয়ায় বৈঠক হয়নি। নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যভবনের সামনে ফের ধর্নাস্থলে ফিরে যান প্রতিনিধিরা।
দুপুর ১ টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। তিনি প্রথমেই বলেন, 'আন্দোলনকে কুর্নিশ জানাই, আন্দোলনের ব্যথা আমি বুঝি, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। এত ঝড়জলের মধ্যে এভাবে রাস্তায় বসে আছেন বলে আমিও ঘুমহীন রাত কাটাচ্ছি। আপনারা কাজে ফিরুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো নিয়ে ভাবব, জুনিয়র চিকিৎসকদের কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী। '
তিনি আরও বলেন, 'কাল সারা রাত যেমন আপনারা যেভাবে বসে ছিলেন , আমারও কষ্ট হয়েছে। আপনারা যখন রাস্তায় থাকেন, আমাদেরও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি বলতে এসেছি, আপনারা এত ঝড-জল , প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বসে না থেকে , যদি আপনারা কাজে ফিরতে চান, তাহলে আপনাদের দাবি গুলো নিয়ে আমি ভাবব, চিন্তা করব। যদি কেউ দোষী হয়, নিশ্চয়ই শাস্তি পাবে। সিবিআই-কে অনুরোধ করব, তারা যেন তাড়াতাড়ি তদন্ত করে। আমিও তিলোত্তমার বিচার চাই। আমি আশা করি, আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন, আপনাদের পরিবার পরিজনও চিন্তায় আছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন,...আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের দাবিগুলো নিয়ে চিন্তা করব। '
এরপর মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, 'আর জি কর মেডিক্যাল সহ সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চেয়ারম্যান করব। সমিতিতে জুনিয়র ডাক্তার,নার্সরাও থাকবেন। কেউ আমার বন্ধু নয়,শত্রুও নয়। আমি নিহত নির্যাতিতার বিচার চাই। আমি চাই,দোষীদের যেন ৩ মাসের মধ্যে ফাঁসি হয়'।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জুনিয়র ডাক্তাররা জানান, 'আমাদের ৫ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা নয়, আমরাও দ্রুত আলোচনায় বসতে চাই, কাজে ফিরতে চাই। মুখ্যমন্ত্রীর এই আসাকে সদর্থক বলে মনে করছি। উনি স্বাস্থ্যমন্ত্রী এখনই স্বাস্থ্য ভবনে বসে আলোচনা হোক।'
আরও পড়ুন :
গঙ্গার জল বাড়বে ১৬ ফুট পর্যন্ত, কলকাতায় বন্ধ লকগেট, বড় আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর