Mamata Banerjee : 'প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী? খালি ভাগ করে দাও', আলিপুরদুয়ারে ফের বাংলা ভাগ নিয়ে তোপ মমতার
CM Mamata Banerjee : আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না। উত্তরবঙ্গে সব পরিষেবা পায়। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার।'

আশাবুল হোসেন ও অরিন্দম সেন, আলিপুরদুয়ার : রাজ্যভাগ নিয়ে ফের একবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নাম না করে উত্তরবঙ্গের কিছু বিজেপি নেতা (BJP Leaders) ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তোপ দাগলেন তিনি। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে বার্তা দিলেন রাজ্যের শাসক দলের রাজ্যকে একসঙ্গে রাখার বার্তাও। রীতিমতো তোপ দেগে তাঁর বার্তা, 'খালি ভাগ করে দাও। এটাকে ভাগ করে দাও, ওটাকে ভাগ করে দাও। কেন ? প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে ? নাকি বিড়িমন্ত্রী হবে?'
উত্তরবঙ্গ ভাগের বিরুদ্ধে বার্তা
উত্তরবঙ্গের (North Bengal) মানুষরা একাধিক পরিষেবা থেকে বঞ্চিত দাবি করে রাজ্যের উত্তরভাগকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিক অঞ্চল করার জন্য একাধিকবার দাবি তুলেছিলেন একাধিক বিজেপি নেতারা। যার বিরুদ্ধে আলিপুরদুয়ারে (Alipurduar) এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ মোটেই বঞ্চিত নয় বলেই দাবি করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশাসনিক সভা থেকে বলেন, 'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না। উত্তরবঙ্গে সব পরিষেবা পায়। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার।' পাশাপাশি রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত কাজ করেছে বলেই বক্তব্য তাঁর। মুখ্যমন্ত্রীর সংযোজন, ' নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব হয়েছে। প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না'।
কেন্দ্রকে আক্রমণ
রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসকদল বিজেপিকেও (BJP) ফের একবার নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। কিন্তু ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। নদী ভাঙনের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না। ভিক্ষে চাই না কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিতে হবে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র।' পাশাপাশি রাজ্যে বারবার একাধিক ইস্যুতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়েও কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'উইপোকা কামড়ালেও দিল্লির টিম আসছে। বিএসএফ গুলি করে মারলে, ক'টা টিম আসে?'
প্রসঙ্গত, দ্বিতীয়বার বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP President) হওয়ার পর ফের বঙ্গসফরে এসেছেন জেপি নাড্ডা (JP Nadda)। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের তিনি বার্তাও দেন। সেই আবহে মুখ্যমন্ত্রীর রাজ্যভাগ নিয়ে ফের তোপ বেশ ইঙ্গিতবাহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার






















