Mamata On Delhi Incident: দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে 'মারধর', 'সাংঘাতিক সন্ত্রাস '! ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর
Mamata On Delhi Incident: এবার দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ, বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী, ভিডিও পোস্ট করে কী প্রতিক্রিয়া ?

কলকাতা: এবার দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ। 'সাংঘাতিক সন্ত্রাস' ! ভিডিও পোস্ট করে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই!'দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- এরকম একাধিক বিজেপি ও NDA শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও তাদের হেনস্থার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক গেছেন। আর এই জায়গাতেই সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, লক্ষ লক্ষ শ্রমিককে এখনও পেটের টানে অন্য় রাজ্যে যেতে হচ্ছে কেন?
দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- সহ বিভিন্ন রাজ্য়ে, বাংলায় কথা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে, বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে! যা ঘিরে উত্তাল রাজ্য় রাজ্য়নীতি! এদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক! কোথাও মারধর, কোথাও আটকে রাখা, কোথাও পুলিশি ধরপাকড়। তো কোথাও বাংলাদেশে অবধি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। বাংলা ভাষায় যারা কথা বলে, তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সমাজমাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।
গত ৩০ জুন এক্স পোস্ট করে তিনি বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে।বৈধ কাগজপত্র থাকার পরেও, বাংলার অনেক দরিদ্র পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের হয়রানি করা হচ্ছে। অবৈধভাবে আটকে রাখা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, সরকারি তথ্য় অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছেন। অর্থাৎ পেটের দায়ে ভিনরাজ্যে যেতে হয়েছে তাঁদের!আর সরকারি পরিসংখ্য়ান অনুযায়ীই, যদি সংখ্য়াটা ২২ লক্ষ হয়, তাহলে বাস্তবে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্য়া কত গুণ বেশি হতে পারে তা বলাই বাহুল্য়!এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাবি করেন তাঁর সরকারের আমলে বিশাল উন্নয়ন হয়েছে তখন এখানকার লক্ষ লক্ষ শ্রমিককে এখনও পেটের টানে বাইরের রাজ্যে যেতে হয় কেন?






















