TMC Rally : ভিন রাজ্যে বাঙালিদের 'হেনস্থা', মমতার ডাকে 'ভাষা আন্দোলনে' TMC, হাতে শিকল বেঁধে প্রতিবাদ দলীয় কর্মীদের
TMC Bhasa Andolon: ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতা-সহ জেলায় 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল

কলকাতা : ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে মিছিল শাসকদলের কর্মীদের। কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে।
এদিন এবিপি আনন্দ-কে সুপ্তি পাণ্ডে জানিয়েছেন, 'এইরকমভাবে আমাদের এতদিনের সংষ্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ, সবকিছুকে দমিয়ে দেওয়া চেষ্টা, এবং আমাদের একটা কোণা করে, বিভিন্নদিকে সাঁড়াশি আক্রমণ....স্বাভাবিকভাবেই আমরা মিছিল করব।' পাশাপাশি অপর এক তৃণমূল কর্মী বলেন, একটাই কথা বলার আমাদের, যে বাংলা ভাষা বললে, সে ভারতের বাইরে নয়, সেও ভারতীয়। ..এবার যেটা ইস্যু করা হচ্ছে, রোহিঙ্গা। যদি রোহিঙ্গা হয়, তাহলে সেটা প্রমাণ করুন। বাংলা ভাষা বললে, সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, এমন একটা প্রচার করছে, যে গরীব মানুষ মানে, আর বাংলা ভাষায় কথা বলা মানে, তারা হচ্ছে বাংলাদেশি। একটা অন্যায়, বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজ আমরা।'
মমতার ডাকে চুঁচুড়াতেও ভাষা আন্দোলনে নামল তৃণমূল। হাতে প্রতীকী শিকল বেঁধে, বাঙালির অধিকার ফেরৎ চাই, এই ব্যানারে মিছিল তৃণমূলের। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন,' নানুরের শহিদদের শ্রদ্ধা জানিয়ে, বাংলা এবং বাংলা ভাষা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাঁদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে, রাস্তায় নেমেছি। আজকে, বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও। এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, তাঁদের উপর এইভাবে (বলতে বলতে প্রতীকী শেকল বাঁধা কর্মীদের দেখিয়ে) অত্যাচার হচ্ছে।এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।'
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















