Mamata Banerjee: 'যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন', মমতার নিশানায় বিজেপি
Darjeeling News: ভানু ভক্তের লেখার প্রসঙ্গ তুলে বিজেপিকেই খোঁচা দিয়েছেন মমতা।
![Mamata Banerjee: 'যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন', মমতার নিশানায় বিজেপি Mamata Banerjee, Darjeeling, On the birth anniversary of Vanu Bhakta, Mamata raised her voice against discrimination, slams bjp Mamata Banerjee: 'যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন', মমতার নিশানায় বিজেপি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/a8f86b01240c4cb0eb7d5e6b61043bbb1657764874_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, দার্জিলিং: নেপালি কবি ভানু ভক্ত। দার্জিলিং থেকেই তাঁর জন্মদিন পালন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভানু ভক্তের জন্মবার্ষিকীতেই পাহাড়ে দাঁড়িয়ে ভেদাভেদ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারই GTA’র শপথ গ্রহণ অনুষ্ঠানে পাহাড়কে শান্ত রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে, বিজেপিকেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বুধবার নেপালি কবি ভানুভক্তের ২০৮-তম জন্মদিনে ফের একবার ভেদাভেদের বিরুদ্ধে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভানু ভক্তের যে বিভিন্ন রচনা, যেসব জিনিস লিখে গেছেন, সেখানে ঐক্যের কথা বলে গেছেন।' তিনি আরও বলেন, 'ভেদাভেদ করার জন্য কোনও মহান মানুষ জন্মগ্রহণ করেন না। যাঁদের হৃদয় বড়, তাঁরা সবসময় ঐক্যের কথা বলেন।' বুধবার নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিংয়ের (Darjeeling) ম্যালের চৌরাস্তায় সরকারের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দেন মুখ্যমন্ত্রী।
পাহাড়-সমতলের সম্পর্ক:
পাহাড় ও সমতলের মধ্যে সম্পর্কের উষ্ণতার কথা বলতে গিয়ে এদিন যেমন বাংলার মনীষীদের কথা বলেছেন, তেমনই মুখ্যমন্ত্রী টেনে এনেছেন পাহাড়ের সঙ্গে গড়ে উঠতে চলা তাঁর পরিবারের সম্পর্কের কথাও। মমতা বলেন, 'ভানু ভক্তও একজন মনীষী। তেমনই বাকি মনীষীদের সঙ্গেও পাহাড়ের যোগ নিবিড় ছিল। দেশবন্ধুর সঙ্গে দার্জিলিংয়ের সম্পর্ক নিবিড়। সিস্টার নিবেদিতা অনেকদিন পাহাড়ে ছিলেন। পাহাড়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। এতে আমি খুব খুশি।
মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) থেকে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে শুরু থেকেই সরব তৃণমূল। এদিনও ভানু ভক্তের লেখার প্রসঙ্গ তুলে বিজেপিকেই খোঁচা দিয়েছেন মমতা। এর আগেও নানা সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিভেদ তৈরির অভিযোগ এনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা কটাক্ষ বিজেপির:
বিজেপির (BJP) দাবি, ভেদাভেদের রাজনীতি করে তৃণমূলই। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূলের রাজনীতি ভেদাভেদের রাজনীতি। পাহাড়ে গিয়ে তারা গোর্খা, ভুটিয়া, লেপচা বিভিন্ন নামে ভাঙার চেষ্টা করেছে। তৃণমূল জিটিএ চাপিয়ে দিয়ে লুঠ প্রতিষ্ঠা করতে চাইছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)