Mamata Banerjee: 'এবার বিসর্জনের পালা', মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে হোর্ডিং ঘিরে বিতর্ক
Mamata Banerjee House Poster: হোর্ডিংয়ের বা দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুজো (Durga Puja) শেষ হতেই শুরু রাজনীতি! হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির উল্টোদিকের গলিতে একটি হোর্ডিং লাগানো হয়েছে। যার ওপরে বড় বড় করে লেখা, এবার বিসর্জনের পালা। এবার সব জল্পনা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে লাগানো এই হোর্ডিংটি ঘিরে।
হোর্ডিংয়ের বাঁ দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি, যাঁকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নীচে লেখা লক্ষ্য ২০২৪। ইতিমধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিংয়ে? তুঙ্গে রাজনৈতিক জল্পনা।
কী রয়েছে সেই হোডিংয়ে ?
হোর্ডিংয়ের বা দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ'! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি, যাঁকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নীচে লেখা লক্ষ্য ২০২৪।
ইতিমধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে।
নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিং?
৮৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি বলেন, 'যেভাবে দেশজুড়ে কেন্দ্রীয় সরকার মানুষের জীবনকে অতীষ্ট করে তুলেছে, কখনও কালা কানুনের মাধ্যমে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে। তাই মমতা অভিষেকের হাত ধরে কেন্দ্রে পালাবদল ঘটবে। বিসর্জন হবে।'
২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় রেকর্ড সিট পায় বিজেপি। এরপর ২১-এর বিধানসভা ভোটে টার্গেটের ধারের কাছে পৌঁছতে না পারলেও, ২৪-এর ভোটে বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন খোদ অমিত শাহ। ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। পুজোয় কলকাতায় ঘুরে গেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এদিকে, রবিবার কলকাতায় অমৃত কলস যাত্রা করেছে বিজেপি। অন্যদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটতেই কি হোর্ডিং পড়ল? এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, 'ইতিমধ্যে কেন্দ্রের মোদি অমিত শাহর প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে সায় দিয়েছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। নেতৃত্ব দিচ্ছেন মমতা-অভিষেক। ২০২৪-এ রাজনৈতিক বিসর্জন হবে।'






















