Mamata Banerjee : 'Be Alert, বাইরে থেকে কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে', সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
Border Area: মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে, মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট আছে। বর্ডায় এরিয়া খুব সংবেদনশীল।"

শিলিগুড়ি : 'Be Alert। বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে।' উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে, মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট আছে। বর্ডায় এরিয়া খুব সংবেদনশীল।"
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে এদিন উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পুলিশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, "আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ অসম থেকে.. কেউ এদিক থেকে, কেউ ওদিক থেকে ...বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে, এমনকী আমাদের সমর্থকের কাছ থেকেও তার নম্বর, তার প্যান-আধার নম্বর-ফোন নম্বর, সে কী করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। অফিসারদেরও। আমি পুলিশকে বলব, Be Alert। বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে। তেমনি যারা মানুষকে মিথ্যা কথা বলে মানুষের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন...অথরাইজড লোক ছাড়া ...বুঝতে পারছেন আমি কী বলছি। কেউ কাউকে কোনও ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডহারবার অনেক জায়গায়। ঘুরে বেড়াচ্ছে। আজ বিজ্ঞানের যুগে মানুষ যত এগিয়ে চলছে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ-কান খোলা রেখে সবাই কাজ করুন। একজনের পক্ষে সম্ভব নয়। প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে।
এরপর পুলিশের উদ্দেশে তাঁর বার্তা, "আগে পুলিশরা ৫-৬ বার এলাকায় গিয়ে ঘুরত। এখন ঘোরেই না। পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে, মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সংবেদনশীল। এই তো কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হল। একটা চাষি বেচারা। তাঁর নিজের জমি। তিনি চাষ করেন। কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাঁকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডায় এরিয়াটা ভীষণ সেনসিটিভ। লক্ষ্য রাখবেন। BSF-এর দায়িত্ব আছে বলে, আপনারা OC-রা চোখ-কান বুঝে বসে রইলেন, সেটা হয় না।"






















