Mamata Banerjee:দলের রাশ কার হাতে? পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
TMC: ফের একবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন দলের রাশ তাঁরই হাতে।

কলকাতা: দলের রাশ তাঁরই হাতে, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, গ্রামীণ এলাকার জন্য় অঞ্চল ও ব্লক কমিটি এবং শহরাঞ্চলের জন্য় টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দিলেন তৃণমূলনেত্রী। তাৎপর্যপূর্ণ বিষয়, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু সোমবারের বৈঠকে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
ফের মিশন নবান্নে ঝাঁপিয়েছে বিজেপি। লক্ষ্য় চতুর্থবারের জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ্য়মন্ত্রী হওয়া আটকানো। আর এই আবহেই ফের একবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন দলের রাশ তাঁরই হাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনা যখন দিনে দিনে জোরাল হচ্ছে, তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দলের সাংগঠনিক রদবদল নিয়েও সোমবার তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী। গ্রামীণ এলাকার জন্য় অঞ্চল ও ব্লক কমিটি এবং, শহরাঞ্চলের জন্য় টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দেন তিনি। বলেন, ২৫ ফেব্রুয়ারির মধ্য়ে, প্রতিটি পদের জন্য তিনটে করে নাম, অরূপ বিশ্বাসের কাছে তৃণমূল বিধায়কদের জমা দিতে হবে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে জল্পনার মধ্য়েই সোমবারের বৈঠকে তিনি বলেন, "আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার। তৃণমূলের শাখা সংগঠনগুলিতেও রদবদলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।'' পাশাপাশি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কদের উদ্দেশ্য়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, দল-বিরোধী মন্তব্য় কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়। একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। পাশাপাশি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও একাধিক নেতাকে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: Cyber Fraud: চাকরির টোপ দিয়ে সাইবার 'প্রতারণা', দমদম থেকে ১৮ জনকে আটক করল পুলিশ





















