Mamata Banerjee : 'সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও...', নাম না করে হুমায়ুনকে 'মীরজাফর' নিশানা তৃণমূলনেত্রীর ?
Humayun Kabir: পাল্টা হুমায়ুনও জানিয়ে দিয়েছেন, 'আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দলের ঘোষণা করব।'

বহরমপুর : ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে 'দল বিরোধী কাজের' জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। যা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। পাল্টা হুমায়ুনও জানিয়ে দিয়েছেন, 'আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দলের ঘোষণা করব।' এদিন আবার বহরমপুরে সভা করছেন তৃণমূলনেত্রী। অর্থাৎ, তৃণমূলনেত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড হলেন হুমায়ুন কবীর। এই আবহে এদিন বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুনকে 'মীরজাফর' বলে নিশানা করলেন তৃণমূলনেত্রী। এমনই দাবি করছে ওয়াকিবহাল মহল।
মমতার কথায়, "আপনারা জানেন, সিরাজউদ্দৌলা মীরজাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না। সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি। কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও, মীরজাফর সেটা করতে দেননি। কিন্তু, সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হয়। তার কারণ, তিনি চেয়েছিলেন দেশটা ভাল থাকুক। সেটা একটা ইতিহাস।" মমতা বলেন, "মুর্শিদাবাদ জেলার মানুষ দাঙ্গা পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও, মর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকী ২০০৬ সালে ৬ ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসাবে আজ ৩৩ বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন...আমরা সবাই মিলে করি সর্ব ধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধূলিয়ানে একটা ঘটনা ঘটেছিল। আমি নিজে এসেছিলাম। জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম। পুরসভার চেয়ারম্যানকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাই-বোনদের বলেছিলাম, তোমরা রক্ষা করো। যাতে হিন্দুদের ওপর কোনও অত্যাচার না হয়। নিয়ম তো এটাই। মেজোরিটি যাঁরা আছেন, তাঁরা মাইনোরিটিদের রক্ষা করবেন। আর যাঁরা মাইনোরিটি আছেন, তাঁরা মেজোরিটিদের রক্ষা করবেন। এটাই সর্ব ধর্ম সমন্বয়। সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের শরীরে হাত যেমন থাকে, পা-ও থাকে। কিডনি-হার্ট-লিভার-গলব্লাডারও থাকে। এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু, আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সে যে-ই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করতে চাই। এটা আমাদের সংবিধান শিখিয়েছে।"
অন্যদিকে হুমায়ুন বলেছেন, "এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব।"
Mamata Banerjee Rally























