West Bengal Live Blog: রাজ্যে SIR-এ নাম বাদ পড়ার সংখ্যা এখনও পর্যন্ত ১৪ লক্ষের কাছাকাছি
West Bengal Live Blog News: মতুয়াগড়ে গিয়ে এসআইআর নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি কাঁপিয়ে দেওয়ার হুঙ্কার মমতার। পাল্টা শুভেন্দু।
LIVE

Background
কলকাতা: বনগাঁর সভা থেকে SIR-এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিনের সভা থেকে বারবার তৃণমূলনেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
কখনও SIR এবং NRC-কে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। কখনও আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন। মতুয়া অধ্য়ুষিত বনগাঁর সভা থেকে এভাবেই SIR ইস্য়ুতে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরাজ্য়ে SIR শুরুর অনেক আগে থেকেই তার বিরোধিতায় সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার বনগাঁর সভা থেকেও SIR নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূলনেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। সভা থেকে কার্যত চ্যালেঞ্জও ছুঁড়েন দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে। এদিন বনগাঁর জনসভা থেকে তাঁদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূলনেত্রী।
মতুয়াগড়ে গিয়ে এসআইআর নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি কাঁপিয়ে দেওয়ার হুঙ্কার মমতার। পাল্টা শুভেন্দু।
শেষমুহূর্তে কপ্টারের অনুমতি বাতিল। নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূলনেত্রী। গাড়িতে গেলেন বনগাঁ। শুনছি ইনস্যুরেন্সই ফেল, খোঁচা শমীকের।
কমিশন-বিজেপি আঁতাঁতের তত্ত্বে ফের সরব মুখ্যমন্ত্রী। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগে নাম না করে সিইওকেও আক্রমণ। এত ভয় কীসের? পাল্টা বিজেপি।
এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ। খসড়া তালিকা বেরোলে দেখবেন কী ভয়ঙ্কর অবস্থা হয়। বনগাঁয় হুঙ্কার মুখ্যমন্ত্রীর। ক্যাম্প খুলে সহযোগিতার আশ্বাস।
সিএএ ক্যাম্প করে ফর্ম বিলি। মতুয়াদের সঙ্গে বিজেপির প্রতারণার অভিযোগে মমতার নিশানায় শান্তনু ঠাকুর। ক্ষমতা থাকলে ঠেকান, পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
মতুয়াদের মন জয়ে বনগাঁয় মুখ্যমন্ত্রী, বীরভূমের সাঁইথিয়ায় বিরোধী দলনেতার সংকল্প যাত্রা। নো ভোট টু মমতা স্লোগান তুলে তৃণমূলকে ধরাশায়ী করার ডাক।
এসআইআরের সময়বৃদ্ধির দাবিতে টানা অবস্থানে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন। ৩০ ঘণ্টা পরে ৫ আন্দোলনকারীকে সিইওর সঙ্গে সাক্ষাতের অনুমতি।
এসআইআর ভয়ে পালাচ্ছে বাংলাদেশিরা। হাকিমপুরের পরে সরেজমিনে দেখতে মুর্শিদাবাদের লালগোলা সীমান্তে রাজ্যপাল। গেলেন জিয়াগঞ্জ।
এসআইআরে আত্মঘাতীদের চিঠি-ভিডিও নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। জ্ঞানেশ কুমারের সঙ্গে ১০ সাংসদের সাক্ষাতের অনুমতি। লাইভ সম্প্রচার চান অভিষেক।
এসআইআর প্রস্তুতিতে পিছিয়ে কলকাতারই একাধিক কেন্দ্র। অভিষেকের ভর্ৎসনার পরেই বৈঠকে বক্সি-ফিরহাদ-অরূপরা। কাজ শেষ করতে কর্মীদের নির্দেশ।ভর্ৎসনার পরেই বৈঠক
দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসা। ভোটের ডিউটেতে যেন না থাকে দলদাস পুলিশ। দাবি তুলে কমিশনে নালিশ শুভেন্দুর।
অনুপ্রবেশকারী হলে ছাড় নয়, কিন্তু আগে দেশে ফেরান। হাইকোর্টের পর বীরভূমের সোনালি বিবিদের ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার ফের শুনানি।
দুর্ঘটনায় মৃতের চোখ মর্গে চুরির নেওয়ার অভিযোগে বিক্ষোভের মধ্যে হঠাৎ মুখ্যমন্ত্রীর কনভয়। পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাসে উঠল অবরোধ।
Partha Chatterjee: গরহাজিরায় জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি আদালতের
'পচা শামুকে পা দেবেন না, কোর্টে না এলে জামিন বাতিল'
গরহাজিরায় জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি আদালতের
কেন কোর্টে নেই সশরীরে? পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের
'হাজিরার কথা থাকলেও আজ সশরীরে কোর্টে যাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী'
'উচ্চ আদালত থেকে জামিন পেলেও, হাজিরা দিতে হবে নিম্ন আদালতে'
গরহাজিরায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি আদালতের
'ক্লায়েন্টকে বলে দেবেন, না এলে জামিন বাতিল'
'আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না'
প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে জানিয়ে দিলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক
West Bengal News: নবম-দশম, একাদশ-দ্বাদশের রেজাল্ট আউটের পরেই নতুন করে জটিলতা?
নবম-দশম, একাদশ-দ্বাদশের রেজাল্ট আউটের পরেই নতুন করে জটিলতা?
নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা, প্রশ্নের মুখে কমিশন
নতুনদের জন্য শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত স্কুল সার্ভিস কমিশন
'রায়ে বলেছিলাম নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে'
'আমরা বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন'
'নতুন শূন্যপদ করে নতুন প্রার্থীদের আনতে বলিনি, ওটা আপনারা করেছেন'
'আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন, নতুন শূন্যপদ তৈরি করেছেন'
SSC-কে উদ্দেশ্য করে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের
'সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ'
স্কুলে নিয়োগ নিয়ে মামলায় কমিশনকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
'আদালতের রায়ে চাকরি বাতিল, সুযোগ দিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া'
'কিন্তু তার মানে এই নয় যে আপনারা তাদের ক্ষেত্রে নতুন বিধি প্রযোজ্য হবে'
নতুন বিধিতে একাদশ-দ্বাদশে ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগ
নবম-দশম






















