Mamata Banerjee: চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত টাকা করে পাবেন?
চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি'র কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন।

কলকাতা: দুর্নীতির জেরে গোটা প্য়ানেল বাতিল হওয়ায়, চাকরি চলে গেছে ২০১৬-র SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। আচার্য সদনে এসএসসি অফিসের পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও। ২০১৬-র SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আন্দোলন। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি'র কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে কথা বলতে এদিন তাঁরা পর্ষদ অফিসে গেলেও সেখানে কোনও সদুত্তর পাননি। রাজ্য সরকার ও SSC-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তাঁদের প্রশ্ন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধু চাকরিহারা শিক্ষকদের ফেরাতে সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না? তাহলে এই দ্বিচারিতা কেন? এর পাশাপাশি, চাকরিহারা শিক্ষকদের মতো তাঁরাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।
এই আবহেই এবার চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দেন, 'চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা। চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা।' নবান্নের বৈঠকে চাকরিহারাদের বৈঠকে ফোনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘যতক্ষণ না আইনত কোনও ব্যবস্থা হচ্ছে, গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের কোনও সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার, গ্ৰুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে। আমরা কোনও ভাগাভাগি করছি না। কারণ, আমরা কোর্টের রায় মেনেই কাজ করব।’
এদিন ফোনে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন হচ্ছে। মমতা বলেন, ‘শিক্ষক, শিক্ষাকর্মী সবার জন্যেই রিভিউ পিটিশন। আইনের ব্যবস্থা তৈরি করছি। সেই জন্যে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে ভুল করতে চাই না। চাকরি ব্রেক হয়ে গেলে সমস্যা হয়। আমাদের রিভিউ করতে করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা হচ্ছে।’






















