Mamata Banerjee: ৪৪ হাজারের বেশি শূন্যপদ, কবে থেকে অনলাইনে আবেদন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
SSC Case: চাকরিহারা শিক্ষকদের নিয়ে টানাপোড়েনের মধ্যে নতুন ঘোষণা রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিকেল ৫ টায় গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজাপ। পথে বসে আন্দোলন করছেন যোগ্য শিক্ষকদের একাংশ। ২১ দিনে পড়ল তাঁদের ধর্না। এই আবহে নবান্নে সাংবাদিক বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে নানা খুঁটিনাটি জানান তিনি। পাশাপাশি কত সংখ্যক শূন্যপদ রয়েছে তাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
চাকরিহারা শিক্ষকদের নিয়ে টানাপোড়েনের মধ্যে নতুন ঘোষণা রাজ্যের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "২৪ হাজার ২০৩ জন শূন্যপদ ছাড়াও আরও বেশি কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে। কারণ অনেক খালি পোস্ট আছে। শিক্ষকদের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির জন্য অতিরিক্ত ১১ হাজার ৫১৭ শূন্যপদ তৈরি করা হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ৬ হাজার ৯১২ শূন্যপদ। গ্রুপ সি-তে ৫৭১ এবং গ্রুপ ডি-তে এক হাজার শূন্যপদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৪৪ হাজার ২০৩। চাকরিহারাদের নিয়ে নবম-দশম শ্রেণির ক্ষেত্রে শূন্যপদ ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে শূন্যপদ ১২ হাজার ৫১৪। পাশাপাশি গ্রুপ C- ক্ষেত্রে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ D-র জন্য মোট শূন্যপদ ৫ হাজার ৪৮৮।''
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আইনি পরামর্শ নিয়ে ৩০ মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। ১৬ জুন থেকে ১৪ জুলাই অনলাইনে আবেদন করা যাবে। হাতে সময় রেখে ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। রিভিউ পিটিশনের সময় রেখে ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। যদি রিভিউতে কিছু বিচার না হয় আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে পুরোটা করে দেব।''
এদিকে ২০১৬-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কারা যোগ্য আর কারা অযোগ্য, তা এখনও বাছাই করে উঠতে পারেনি রাজ্য সরকার কিংবা SSC। তবে সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে ও বেতন ফেরতের নির্দেশ দিয়েছে, সেই চিহ্নিত 'অযোগ্য'দের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, যাঁদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যাতে শিক্ষা দফতর বা অন্য কোনও দফতরে যোগ দিতে পারেন, তার জন্য নোটিফিকেশন জারি করা হবে।



















